সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুমিল্লার হোমনায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৪ই জানুয়ারি) বিকাল ৪ টার দিকে দুলালপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে দুলালপুর বাজারে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সার্বিক ব্যবস্থাপনায় কৃষক সমাবেশে উপস্থিত কৃষকদের মাঝে গামছা ও ক্যাপ বিতরণ করা হয়।
এতে দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ইয়ানুছ মিয়া প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দুলালপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ হারুন অর রশীদ।
দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় উদ্ধোধক ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হোমনা উপজেলা কৃষক দলের সভাপতি মো. জহিরুল ইসলাম জগলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হোমনা উপজেলা কৃষকদলের সহ-সভাপতি হাজী আব্দুল হালিম ব্যাপারী, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দির নজু, কুমিল্লা (উঃ) জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ আবু ইউসুফ, সহ-সাধারণ সম্পাদক মোঃ স্বপন মিয়া, দুলালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামাল প্রধান, যুগ্ম আহবায়ক শাহ জালাল প্রধান, দুলালপুর ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি আব্দুল্লাহ প্রধান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সাত্তার প্রমুখ।
এসময় আরো উপস্থিত, দুলালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আউয়াল, দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোঃ ইসমাইল ভূইয়া, কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ লোকমান। দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হালিম, , ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোসলেম মিয়া, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শ্যামল মাহমুদ, রামকৃষ্ণপুর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ অলি ভুঁইয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কৃষক বাচলে, বাচবে দেশ, আমাদের এ সোনার বাংলাদেশ। কৃষকদের অধিকার আদায়, কৃষির উন্নয়ন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকারের সহায়তা নিশ্চিত করতে হবে। আমাদের একত্রিত প্রচেষ্টায় কৃষকরা তাদের প্রকৃত অধিকার ফিরে পাবে। এ ধরনের কৃষক সমাবেশ দেশের কৃষক সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট নেতারা।