কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামের তিন ভাই খাইরুল ইসলাম( ৪০) আব্দুল হামিদ(৩৫) ও সারোয়ার হোসেন সাহিদ (৩০)চাকরি করেন সৌদি আরবের দাম্মাম আল হাচা শহরে।
সৌদি আরবের দাম্মাম আল হাচা শহরের স্থানীয় বাসিন্দা সামিম আহমেদ হলিবির, প্রতিষ্ঠানে খাইরুল, ২০ বছর মাজ্রা(বাগানে) হামিদ, ৭ বছর মাজ্রায় ও সাহিদ, ৭ বছর ধরে গাড়ী চালকের কাজ করেন সেখানে। তারা তিন ভাই হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের মৃত.চান মিয়ার ছেলে।
জানা যায়, সৌদি আরবের সামিম আহমেদ হলিবি এর মাজ্রা(বাগানে) মাজ্রায় ও গাড়ী চালকের দায়িত্ব পালন করেন তারা । সেখানে কাজ করতে গিয়ে মালিকদের সঙ্গে তার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। ফলে কর্মচারীর গ্রামের বাড়ি দেখতে বাংলাদেশে এসেছেন সৌদি নাগরিক সামিম আহমেদ হলিবি ও তার ছেলে আব্দুল লিলা হলিবি।
এদিকে প্রবাসীদের গ্রামের বাড়িতে সৌদি মালিকের আসার খবর শুনে আজ সকাল ৬ টা থেকেই উৎসুক জনতা হোসেনপুর উপজেলার ঢেকিয়া খেলার মাঠে ভিড় করেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে হোসেনপুর উপজেলার ঢেকিয়া খেলার মাঠে সকাল ১০ টা ১৪ মিনেটে নামার সঙ্গে সঙ্গে ওই স্থানে শত শত লোকের ভিড় জমে যায়। উৎসুক মানুষ ছবি ও সেলফি তোলেন, মুহূর্তটি ভিডিও করে রাখেন। পরে সৌদি থেকে আসা নাগরিককে বরণ করে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি।
সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ভোর ৪ টায়। সৌদি নাগরিক সামিম আহমেদ হলিবি ও তার ছেলে আব্দুল লিলা হলিবি এবং সাথে ছিলেন বাংলাদেশি কর্মচারী খাইরুল।
স্থানীয়রা জানান, আমাদের এলাকার ছেলেরা কাজের সুবাদে তাদের মালিক আমাদের গরিবের বাড়িতে বেড়াতে আসবেন, আমরা সপ্নেও ভাবি নাই । আমাদের অনেক ভালো লাগছে, গর্ববোধ করছি। আমাদের এলাকার ছেলেদের সততা, আন্তরিকতা ও ভালোবাসায় তার মতো একজন মানুষ আজ আমাদের বাড়িতে অবস্থান করছেন। আমরা চেষ্টা করবো, তাদের যেন আমাদের বাংলাদেশের মানুষ সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে যেতে পারেন। তাদের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্কটা যেন আরও সুদৃঢ় হয়।