বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পাইকগাছায় অধ্যক্ষ আব্দুস সাত্তারের অপসারণের দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল লালমনিরহাটে বিশেষ অভিযানে গাজা ও মাদক’সহ গ্রেফতার- ২ তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সফরে প্রধান বিচারপতি শীর্ষস্থানীয় বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা কাতার বিশ্ববিদ্যালয়ে ‘তিন শূন্য’ তত্ত্ব বিষয়ে বক্তব্য দিচ্ছেন পোপের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার বাংলাদেশকে ১০ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক ৩১ দফা বাস্তবায়নই হবে সব জুলম নির্যাতনের প্রতিশোধ : তারেক রহমান ওয়ালপ্যাড ৯জি: অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ ওয়ালটনের নতুন অ্যান্ড্রয়েড ট্যাব বাংলাদেশ-ভুটানের বাণিজ্য আরো সহজ করার আহ্বান জবি ভর্তি : বিষয় পছন্দক্রমের সময় বাড়ল শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আমরা উদ্বিগ্ন : শিক্ষা উপদেষ্টা রাজশাহীতে রিকশা থামিয়ে আওয়ামী লীগ নেতাকে গুলি রানা প্লাজা ট্রাজেডি, দুঃসহ স্মৃতি এখনও তাড়া করছে আহতদের চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই, জনজীবনে চরম ভোগান্তি সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি শ্রীমঙ্গলের আমিনুল ইসলাম বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাল রিয়াল মিরপুর প্রিন্স বাজারের ঈদ র‌্যাফেল ড্রতে বিজয়ী ৩৫ জন গরমে ব্যালকনি হোক স্বস্তির জায়গা, সাজিয়ে ফেলুন কয়েকটি উপায়ে নবজাতকদের রোগ নির্ধারণ করা গেলে অনেক রোগ থেকে মুক্ত রাখা সম্ভব শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, মাদরাসাশিক্ষক আটক সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিতে যোগ দিচ্ছেন ১৫ জেলার সাংবাদিকরা ‘পছন্দ হোক আর না হোক, লবণ মাখিয়ে সমালোচনা গ্রহণ করি’ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হাত-পা বিচ্ছিন্ন করে বিএনপি কর্মীকে হত্যা : মূলহোতাসহ গ্রেপ্তার ৭ শাসকের জুলুম থেকে বাঁচতে যে দোয়া পড়া সুন্নত সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে ভারতীয় মালামাল জব্দ সিরাজগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে অপহরণ করে নির্মম নির্যাতন, অভিযুক্ত ৭ বাংলাদেশের এই মাটিতে বাকশালীদের কোন অধিকার নেই : ওবাদুল হক নাসির

১৪০০ কোটি টাকা বাজেটের সিনেমায় আল্লু অর্জুনের নায়িকা প্রিয়াঙ্কা?

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন বিনোদন ডেস্ক : ‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনকে নিয়ে প্রায় ১৪০০ কোটি টাকা বাজেটের সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক অ্যাটলি কুমার। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে— ‘এএ২২×এ৬’। এলাহি আয়োজনে নির্মিত হবে সিনেমাটি। কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, এ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

আল্লু অর্জুনের জন্মদিনে এ সিনেমা নিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করেছেন সিনেমা সংশ্লিষ্টরা। তবে আল্লু অর্জুনের নায়িকা প্রিয়াঙ্কা কি না তা জানাননি। ফলে অন্তর্জালে চর্চা চলমান।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে একটি সূত্র বলেন, “আল্লু অর্জুনকে নিয়ে অ্যাটলি কুমার অনেক বড় পরিসরে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। ফলে সিনেমাটি নিয়ে প্রত্যাশাও অনেক। এ প্রজেক্টের খবর প্রকাশ্যে আসার পর অনেকের নাম উঠে এসেছে। এ তালিকায় রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নামও। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া এ সিনেমার অংশ কখনো হননি। যেসব খবর প্রকাশিত হয়েছে, তা অনুমান নির্ভর।”

পিঙ্কভিলাকে একটি সূত্র বলেন, “আল্লু অর্জুনের সিনেমায় অভিনয়ের প্রস্তাব প্রিয়াঙ্কাকে কখনো দেওয়াই হয়নি। মজার বিষয় হলো, সালমান খানকে নিয়ে পরিচালক অ্যাটলি কুমার একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু তা সফল হয়নি। মূলত, এ সিনেমার জন্য প্রিয়াঙ্কা চোপড়া পরিচালকের পছন্দ ছিলেন।”

‘এএ২২×এ৬’ সিনেমায় আল্লু অর্জুন দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। তা জানিয়ে সূত্রটি বলেন, “অ্যাটলির নতুন সিনেমায় আল্লু অর্জুন দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। তার ক্যারিয়ারে এটাই প্রথম দ্বৈত চরিত্র। নতুন সিনেমায় অ্যাটলি আলাদা একটি জগৎ তৈরি করবেন; যা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন।”

গুঞ্জন শোনা যাচ্ছে, সাইন্স ফিকশন-অ্যাকশন ঘরানার সিনেমা হবে এটি। আল্লু অর্জুন তার ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে বেশ কিছু দিকে ইঙ্গিতও দিয়েছেন। এটি প্রযোজনা করছে সান পিকচার্স। প্রতিষ্ঠানটিও তাদের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন।

এ ভিডিওতে দেখা যায়, চেন্নাইয়ে অবস্থিত সান পিকচার্সের অফিসে উপস্থিত হন আল্লু অর্জুন ও অ্যাটলি কুমার। সেখানে প্রযোজক কালানিথি মারনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আলোচনা করেন তারা।

ভিডিওর এক অংশে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত একটি ভিএফএক্স স্টুডিওতে হাজির হন আল্লু অর্জুন-অ্যাটলি। স্টুডিওতে রাখা মাস্ক, গিয়ার ট্রাই করতে দেখা যায় আল্লু অর্জুনকে। নিজের ব্যক্তিত্বের থ্রি-ডি ক্যারেক্টারকে পর্দায় দেখানোর প্রক্রিয়াও পরীক্ষা করেন।

এসময় সেখানে হলিউডের কয়েকজন বিখ্যাত টেকনিশিয়ানের সঙ্গে আলোচনা করেন আল্লু-অ্যাটলি। তাদের মধ্যে রয়েছেন আয়রনহেড স্টুডিওর সিইও এবং আর্ট ডিরেক্টর জোস ফার্নান্দেজ। ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আল্ট্রোন’-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি।

তা ছাড়াও দেখা যায় ‘আয়রন ম্যান টু’, ‘ট্রান্সফরমারস: রাইজ অব দ্য বিটস’-এর মতো সিনেমার ভিএফএক্স গুরু জেমস ম্যাডিগানকে! ‘এএ২২×এ৬’ সিনেমার চিত্রনাট্য পড়ে বিস্মিত তিনি। জেমস বলেন— “চিত্রনাট্য পড়ে এখনো মাথা ঘুরছে।” স্পেকট্রাল মোশনের আর্ট ডিরেক্টর মাইক এলিজালদের সিনেমাটির গল্প প্রসঙ্গে বলেন— “এরকম কিছু কখনো পড়িনি। এটা আমার স্বপ্নের প্রজেক্ট।” এলাহি আয়োজনের জন্য প্রয়োজন অর্থ। তা হলে কত টাকা বাজেট নিয়ে মাঠে নেমেছেন নির্মাতারা? চলুন তা জেনে নিই—

আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমার বাজেট ধরা হয়েছে ৮০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪০০ কোটি টাকা)। এ বাজেট থেকে শুটিংয়ের জন্য ব্যয় হবে ২০০ কোটি রুপি, ভিএফএক্সে (ভিজ্যুয়াল ইফেক্ট) খরচ হবে ২৫০ কোটি রুপি।
সিনেমাটিতে অভিনয়ের জন্য আল্লু অর্জুন পারিশ্রমিক নেবেন ১৭৫ কোটি রুপি। পাশাপাশি সিনেমাটির ১৫ শতাংশ লভ্যাংশ পাবেন এই তারকা। পরিচালক অ্যাটলি কুমার পারিশ্রমিক নেবেন ১০০ কোটি রুপি। যার মাধ্যমে ভারতীয় পরিচালকদের পারিশ্রমিকের রেকর্ড ভেঙে দিলেন তিনি।

আল্লু অর্জুন ছাড়াও সিনেমাটিতে আর কে কে অভিনয় করবেন সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে প্রথম সারির তারকারা এতে অভিনয় করবেন। তা ছাড়া বিশ্বের সেরা টেকনিশিয়ানরা সিনেমাটিতে কাজ করবেন। আগামী আগস্ট মাসে শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর