তথ্য প্রযুক্তি ডেস্ক: ২০২০ সালের শেষ হতে বাকি মাত্র ১ দিন তবে চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে ক্লাউড প্রিন্ট সেবা বন্ধ করছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ফলে ২০২১ সালে চলবে না গুগল ক্লাউড প্রিন্ট।
অনেকের কাছেই বিষয়টি ততোটা বড় মনে না হলেও তারা অবাক হতে পারেন যখন দেখবেন তাদের ডিফল্ট প্রিন্টিং অপশন হিসেবে ক্লাউড প্রিন্ট নির্বাচন করা হয়েছে। আপনিও চাইলে ক্রোমের প্রিন্ট সেটিংয়ে গিয়ে বিষয়টির সত্যতা পেতে পারেন।
ক্রোম ওএস ডিভাইসে সহজেই ডকুমেন্ট প্রিন্ট করার সুবিধা দিতে ২০১০ সালে গুগল ক্লাউড প্রিন্ট চালু করে। এটি এমন সময় চালু করা হয়েছিলো যখন ক্রোম ওসে প্রিন্টার সমর্থন করা ভাগ্যের বিষয় ছিলো।
২০১৭ সালে গুগল নেটিভ প্রিন্টিং অপশন যুক্ত করে। এর ফলে নেটওয়ার্কে থাকা সমর্থনযোগ্য যেকোনো প্রিন্টার দিয়ে ক্রোম ওএস ডিভাইসে প্রিন্ট করা সম্ভব হয়।