ব্যবসায়ীদের কাছ থেকে ২৪ হাজার কোটি টাকা চাঁদা আদায় করেছে সংঘবদ্ধ মানব পাচার চক্র। বাংলাদেশের উন্নয়নের অংশিদার প্রবাসি শ্রমিকদের বাংলাদেশ থেকে বিদেশে চাকুরীর উদ্দেশ্যে গমনের জন্য সংঘবদ্ধ সিন্ডিকেট মাফিয়া চক্র এ টাকা আদায় করে। এ ব্যপারে পল্টন থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার আলতাব খান (৫০) নামের এক ব্যবসায়ী এই মামলাটি দায়ের করেন।
মামলায় আসামী করা হয়েছে ১০৩ জনকে। তারা হলো- প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইমরান আহমেদ (৬৪), সাবেক সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন (৫৯), এম ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক এমপি লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (অব.) (৬২), ক্যাথারসিস ইন্টারন্যাশনালেরপ্রোপাইটর মোঃ রুহুল আমীন (স্বপন) (৫৭), আহমেদ ইন্টারন্যাশনাল প্রোপাইটর ও সাবেক এমপি বেনজীর আহমেদ (৫৮), সাবেক এমপি ও চেয়ারম্যান-সিংঙা ওভারসিজ লিমিটেডের মালিক নিজাম হাজারি (৫৯), ইম্পপেরিয়াল রিসোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান (৫০), ব্রাদার্স ইন্টারন্যাশনালের প্রোপাইটর রফিকুল ইসলাম (৫৩), যেজি আলফালা ম্যানেজম্যান্ট প্রোপাইটর মোহাম্মদ সোহেল রানা (৩৮), অপরাজিতা ওভারসীজ প্রোপাইটর আরিফুর রহমান (৪২), ট্রান্স এশিয়া ইন্টেগ্রেড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জামাল আবু জাহেদ (৪৮), ইউনাটেড এক্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম রফিক (৫৩), কিউ কে কুইক এক্সপ্রেস লিমিটেডের চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন (৪৫), নাতাশা ওভারসীজের প্রোপাইটর মোহাম্মাদ নাজিবুর রহমান (৪০), আমিন ট্যুরস এন্ড ট্রাভেলসের প্রোপাইটর রুহুল আমিন (৫৪), জি এমজি টেডিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মওলা (৫৭), আল ফারা হিউম্যান রিসোর্সেস এন্ড কলস্যান্টেশির প্রোপাইটর জাকির আহমেদ ভূঁইয়া (৪৭), ম্যানপাওয়ার কর্পোরেশন প্রোপাইটর মোহাম্মদ মাহবুব আলম (৫৩), মদিনা ওভারসীজ প্রোপাইটর নাসির উদ্দিন মজুমদার (সিরাজ) (৫৬), আল খামিস ইন্টারন্যাশনাল প্রোপাইটর- রেজিয়া বেগম (৫২), স্ট্যানফোর্ট ইমপ্লোয়াম্যান প্রাইভেট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার রায় (৫৩),
সুলতান ওভারসীজ প্রোপাইটর আলতাব হোসেন (৬০), জান্নাত ওভারসীজ প্রোপাইটর লিমা বেগম (৫০), ফাইন্যান্স ডিরেক্টর, দ্যা সুপার ষ্ট্যান্ড লিমিটেডের শাহিন কবির (৪৭), হায়দরী ট্রেড ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার সৈয়দ গোলাম সরোয়ার (৫৮), প্রভাতি ইন্টারন্যাশনাল প্রোপাইটর
মোঃ আসরাফ উদ্দিন(৫৭), মেরিট ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক
হাসান আহমেদ চৌধুরী কিরণ (৫৮), মোহাম্মদ নুর আলী (৫৮)ব্যবস্থাপনা পরিচালক-ইউনিক ইস্টার্ণ প্রাইভেট লিমিটেড, মোঃ কাউছার মৃধা (৫৯) প্রোপাইটর মৃধা ইন্টারন্যাশনাল কর্পোরেশন, গোলাম মোস্তফা (৬২) ব্যবস্থাপনা পরিচলক-প্রান্তিক ট্রাভেলস এন্ড ট্যুরিজম লিমিটেড, মোঃ নোমান চৌধুরী (৫৫), চেয়ারম্যান-ধামাসি কর্পোরেশন লিমিটেড, মোঃ বশির (৫০) প্রোপাইটর-রাব্বি ইন্টারন্যাশনাল, মোহাম্মাদ আরিফুল ইসলাম (৪৫), ব্যবস্থাপনা পরিচালক-আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভলোপম্যান্ট লিমিটেড, বিশ্বজিৎ সাহা (৫২) প্রোপাইটর-অদিতি ইন্টারন্যাশনাল, মোঃ আব্দুল হাই (৫৮) প্রোপাইটর-সেলিব্রেটি ইন্টারন্যাশনাল, মোঃ সুলাইমান (৫০) প্রোপাইটর-বিডি গ্লোবাল বিজনেস, শামিম আহমেদ চৌধুরি নোমান (৫৭), প্রোপাইটর-সাদিয়া ইন্টারন্যানশনাল, ইঞ্জিঃ ইসতিহাক আহমেদ সৈকত (৫৫) ব্যবস্থাপনা পরিচালক-বি এন এস অভারসীজ লিঃ, শেখ আজগর লস্কর (৫২) ম্যানেজিং পার্টনার-গ্যালাকসি কর্পোরেশন, মোঃ ফেরদাউস আহমেদ বাদল (৫৬) প্রোপাইটর-গাজীপুর এয়ার ইন্টারন্যাশনাল, মোঃ আলমগীর কবির (৪৩) ব্যবস্থাপনা পরিচালক আর আর সি হিউম্যান রির্সোস সার্ভিস লিমিটেড, গোলাম রাকিব (৩৮), ব্যবস্থাপনা পরিচালক-পি আর ওভারসীজ লিমিটেড, মোঃ রুবেল (৪০) ব্যবস্থাপনা পরিচালক-ইফতি অভারসীজ লিঃ,
মাহবুব মিয়া (৪৮) প্রোপাইটর- দরবার গ্লোবাল ওভারসীজ, শাহাদত হোসেন (৫৫) ব্যবস্থাপনা পরিচালক- ৪ সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড, মোঃ রফিকুল হোসেন (৫৬) প্রোপাইটর-কাশিপুর ওভারসিজ, রাকিবুল ইসলাম শাহিন (৫১) ব্যবস্থাপনা পরিচালক মুবিন এয়ার ইন্টারন্যাশনাল লিঃ, শেখ মোহাম্মাদ শহীদুর রহমান (৫৩) ব্যবস্থাপনা পরিচালক-নাভিরা লিমিটেড, কামরুন নাহার হিরা মনি (৩৫) ব্যবস্থাপনা পরিচালক- রুবেল বাংলাদেশ লিমিটেড, আসলাম খান (৫২) চেয়ারম্যান-দিশারী ইন্টারন্যাশনাল লিঃ, মোঃ রাশেদ খান (৪৫) পার্টনার-আল হেরা অভারসীজ, মোহাম্মদ আলাউদ্দিন (৪৬) প্রোপাইটর- ফিউচার ইন্টারন্যাশনাল, কাজী মোঃ ফরহাদুর রহমান (৩২) ব্যবস্থাপনা পরিচালক- মোহাম্মদ নরুজ্জামান এন্ড সন্স লিঃ, মোহাম্মদ রফিকুল হায়দার ভূঁইয়া (৪৪) ব্যবস্থাপনা পরিচালক, মিডওয়ে ওভারসীজ লিঃ, জসিম উদ্দিন আহমেদ(৪৭) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইন্টারন্যাশনাল লিঃ, মনির হোসেন (৩৫) ব্যবস্থাপনা পরিচালক- জি এম জি এসোসিয়েট লিঃ, মোঃ রফিকুল ইসলাম পাটয়ারি (৫০) প্রোপাইটর- আমান এন্টারপ্রাইজ, আক্তার হোসেন (৪৫) ব্যবস্থপনা পরিচালক-আকতার রিক্রুইটিং এজেন্সী, মোঃ সামিউর রহমান (৪২) প্রোপাইটর- রান ওয়ে ইন্টারন্যাশনাল,
মিজানুর রাহমান (৫৫), ব্যবস্থাপনা পরিচালক- এলিগেন্ট ওভারসীজ লিঃ, নুর মোহাম্মদ তালুকদার (৫৯) ব্যবস্থাপনা পরিচালক- পি এন এন্টারপ্রাইজ কোম্পানি লিঃ, মোঃ মনসুর আহমেদ কালাম (৫৫) প্রোপাইটর- আকাশ ভ্রমন, মোঃ আবুল বাশার (৫৮) ম্যানেজিং পার্টনার- আল রাবেতা ইন্টারন্যাশনল, কে এম মোবারাক উল্লাহ (৪৬) প্রোপাইটর- আবেদ এয়ার ট্রাভেলস এন্ড টুরস, মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া (৫৮) ব্যবস্থাপনা পরিচালক-আল বুখারি ইন্টারন্যাশনাল, শাহ জামাল মোস্তফা (৪৫) প্রোপাইটর-আমিয়াল ইন্টারন্যাশনাল, এম এ সোবাহান ভুইয়া (৪৬) ব্যবস্থাপনা পরিচালক-বিনিময় ইন্টারন্যাশনাল, শফিকুল ইসলাম বাসেক (৪৪) ব্যবস্থাপনা পরিচালক- বিএম ট্রাভেলস লিমিটেড, রেহানা আরজুমান হাই (৩৫), প্রোপাইটর-গ্রীন ল্যান্ড ওভারসীজ, হাফিজুল বারী মোহাম্মদ লূৎফর রহমান (৫৭) প্রোপাইটর-আরভিং এন্টারপ্রাইজ, শওকত হোসেন শিকদার ( ৫৬) প্রোপাইটর- নিউ এজ ইন্টারন্যাশনাল, লিনা রহমান (৩৫) প্রোপাইটর-ঐশী ইন্টারন্যাশনাল, কাশমীরি কামাল (৫৮) ম্যানেজিং পার্টনার-আরবিটালস এন্টার প্রাইজ, মাজারুল ইসলাম (৪৬) প্রোপাইটর-পথ ফাইন্ডার ইন্টারন্যশনাল, মোহাম্মদ আলী সরকার (৫৬) প্রোপাইটর- সরকার ইন্টারন্যাশনাল, এম শাহাদাত হোসেন তসলিম (৫২) ম্যানেজিং পার্টনার- শাহীন ট্রাভেল, রাসাদ আবেদিন (৩৫) ব্যবস্থাপনা পরিচালক-এসওএস ইন্টারন্যশনাল সার্ভিস লিঃ, মোহাম্মদ মঞ্জুর কাদের (৫৭) ব্যবস্থাপনা পরিচালক-সাউথ পয়েন্ট অভারসিজ লিঃ, জেড ইউ সাঈদ (৫৬) প্রোপাইটর-ইউনাইটেড ম্যানপাওয়ার কনসালটেন্সি, মোঃ শফিকুল আলম ফিরোজ (৪৫) প্রোপাইটর-যাহারাত এসোসিয়েট, মোঃ জাহাঙ্গীর কবির (৪২), ম্যানেজিং পার্টনার-এএনজেড ম্যাল্টি ইন্টারন্যাশনাল, আব্দুল্লাহ শহীদ (৪৫) ব্যবস্থাপনা পরিচালক- থেনেক্স ইন্টারন্যাশনাল, শিউলি বেগম (৪৭) ব্যবস্থাপনা পরিচালক-মালয়েশিয়া বাংলাদেশ হোল্ডিং লিঃ, এবি এম শামছুল আলম কাজল (৪৪) প্রোপাইটর-শান ওভারসিজ, তাসলিমা আক্তার (৩২) প্রোপাইটর-ঈশা ইন্টারন্যাশনাল, মোঃ সাইফুল নুর (৫৯) প্রোপাইটর-ত্রিবেণী ইন্টারন্যাশনাল, শাহ ইমরা ভূঁইয়া (৫৩) পোপাইটর- মন্সুর আলী ওভারসিজ এন্ড ট্রাভেলস, নাফিসা কামাল (৪২) প্রোপাইটর- অরবিটালস ইন্টারন্যাশনাল, মেহেদি হাসান (৪৬) ব্যবস্থাপনা পরিচালক- কম্পোর্ড অভারসিজ লি., তরিকুল ইসলাম (৫৩) ব্যবস্থাপনা পরিচালক-নেক্সট ওভারসিজ লিঃ, মহিউদ্দিন আহমেদ (৪৬) প্রোপাইটর-অনন্য অপূর্ব রিক্রুইটিং এজেন্সী, আমিনুর রহমান হারুন (৫৩) ব্যবস্থাপনা পরিচালক- ম্যাস ট্রেড ইন্টারন্যাশনাল লিঃ, রাজীব আহমেদ (৫৪) ব্যবস্থাপনা পরিচালক-কিছুয়া ইন্টারপ্রাইজ লিঃ, মাজেদা বেগম (৫৪), চেয়ারম্যান, জনতা ট্রাভেলস লিমিটেড, মোঃ শাহ আলম চৌধুরী (৫২) প্রোপাইটোর-বেসিক পাওয়ার এন্ড কেয়ার অভারসীজ, শহিদুল ইসলাম (৫৫) প্রোপাইটর-রমনা ইয়ার ইন্টারন্যাশনাল, গোলাম সারোয়ার উইন (৩৭) প্রোপাইটির-উইন ইন্টারন্যাশনাল, মাহফুজুল হক (৪৬) ব্যবস্থাপনা পরিচালক-উইনার অভারসিজ লিঃ, সায়েম মোহাম্মদ হাসান (৪৮) প্রোপাইটর-আগা ইন্টারন্যাশনাল, মোঃ মকবুল হোসেন মুকুল (৫৫) ব্যবস্থাপনা পরিচালক-এম ই এফ গ্লোবাল বাংলাদেশ লিঃ, ওবাইদুল হক (৫৪) ব্যবস্থাপনা পরিচালক- নিউ হ্যাভেন ইন্টারন্যশনাল লিঃ, ইউসুফ নবী (৪৬) প্রোপাইটর-ইষ্ট ওয়েস্ট পেরাডাইস, শেখ আব্দুল্লাহ (৫৫) ও অজ্ঞাতনামা ৪০/৫০ জন।
অভিযোগে জানা যায়, হাজার হাজার শ্রমিকের নিকট হতে অতিরিক্ত অর্থ আদায় কওে হাজার হাজার কোটি টাকার সম্পদ দেশ ও বিদেশে পাচার করেছে। জনশক্তি রপ্তানিতে দুই হাজারের অধিক রিক্রুটিং এজেন্ট থাকা সত্বেও মাফিয়া সিন্ডিকেট চক্র ব্যবসায়ীদের মধ্যে বৈষম্য তৈরী করে সংবিধানের মুল পরিপস্থি জগন্য অপরাধ করেছে। সরকারী চাকুরীতে থেকে মন্ত্রনালয়ের অধিনে তাহার ছেলেকে সিন্ডিকেট চক্রের সদস্য করেছে। মন্ত্রী পরিবারের সদস্য স্ত্রীর বড় ভাইয়ের ছেলেকে বিধি বর্হিভূতভাবে একটি আমি প্রবাসি নামক এ্যাপস চালু করার অনুমোধন দিয়ে উক্ত চক্রকে সহযোগীতা করে। ১ অক্টোবর ২০২২ মালয়েশিয়ার শ্রমবাজার চালু হলে আমি যথা নিয়মে মালয়েশিয়া কোম্পানির হতে আমার লাইসেন্সের মাধ্যমে চাহিদাপত্র গ্রহন করি এবং যথা নিয়মে কাজ শুরু করার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের যোগাযোগ করলে সাবেক মন্ত্রী ইমরান আহমেদ এবং সিনিয়র সচিব আমাকের জানান যে, তাদের ১০০টি রিক্রটিং এজেন্সীর মাধ্যমে কাজ করতে হবে। মন্ত্রী ও সচিব তাদের সিন্ডিকেটভূক্ত ১০০ লাইসেন্স গুলো মাধ্যমে প্রসেসিং করতে বলেন। আমি তাহাদের নির্দেশ মোতাবেক বিবাদীগণের সঙ্গে যোগাযোগ করলে মন্ত্রী ও সচিব প্রত্যেক শ্রমিকের ভিসা প্রসেসিং বাবদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রদানের জন্য বলে। আমি বলি যে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে উক্ত শ্রমিক পাঠানোর জন্য ৭৮ হাজার ৯৯০ টাকা নেওয়ার কথা রয়েছে। এমন কি উক্ত টাকার বাইরে অতিরিক্ত টাকা চাইলে মানব পাচার আইনের আওতায় আসবে। এমতবস্থায় আমি কোন ভাবে শ্রমিকদের নিকট থেকে অতিরিক্ত ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করতে পারবো না। উক্ত টাকা না দিলে আমি এই মার্কেটে ব্যবসা করতে পারব না মর্মে হুমকি প্রদান করেন। তাদের নির্ধারিত ১০০টি রিক্রটিং এজেন্সী মধ্যে যে কারও সঙ্গে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন। বিগত ১১ নভেম্বর ২০২২ তারিখ হতে ৮ মে ২০২৪ ইং তারিখ পর্যন্ত বিভিন্ন তারিখ ও সময়ে ১ লাখ ৫০ হাজার টাকা করে ১২ কোটি ৫৬ লাখ ১০০০ টাকা প্রদান করেন। এতে আমার প্রায় আরও ২০ কোটি টাকার ক্ষতি সাধন হয়। যার ফলে আমার ৩২ কোটি ৫৬ লাখ ১০০০ টাকা ক্ষতি হয়। এর আগে মামলা করতে চাইলে আমাকে হুমকি দেয়। ওই সময় আমি জীবনের ভয়ের রীট মামলাটি প্রত্যাহার করি। পরে জানতে পারি, অসহায় ব্যবসায়ীদের কাছ ২৪ হাজার কোটি টাকা মালয়েশিয়ার ম্যানপাওয়ার সিন্ডিকেট চক্রের মাধ্যমে পাচার করে। আসামীরা সঙ্গবদ্ধভাবে অন্যান্য ব্যবসায়ীকদের কাছ থেকে প্রায় ২৪ হাজার কোটি টাকা চাঁদা আদায় করেছে।