খেলাধুলা ডেস্ক : প্রথম ম্যাচে পুরোপুরি পর্যদুস্ত হওয়ার পর আজ (রোববার) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে অস্ট্রেলিয়ার ৩৯০ রানের বিপরিতে মাঠে নামবে ভারত।
ওয়ানডে ম্যাচ খেলতে নামল ভারত। অসিদের বিরুদ্ধে সিরিজ বাঁচানোর ম্যাচ বিরাট কোহলিদের সামনে। তবে শুরুতেই দুর্ভাগ্য কোহলির। টস হেরে প্রথমে ব্যাটিং করে ৩৯০ রাানের টার্গেট ছুড়ে দিলেন স্বাগতিক অস্ট্রেলিয়া ।
আগের ম্যাচেও টস জিত প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল অসি ক্যাপ্টেন অ্যারোন ফিঞ্চ। ভারত প্রথম ম্যাচের দল অপরিবর্তিত রাখলেও একটি পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া। অল-রাউন্ডার মার্কাস স্টোইনিজের পরিবর্তে দলে এসেছেন মোজেস হেনরিকে।
শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেছিলেন অজি ব্যাটসম্যানরা। অ্যারোন ফিঞ্চের দলের কাছে প্রথম ম্যাচ ৬৬ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ০-১ পিছিয়ে থেকে আজ মাঠে নেমেছে কোহলি অ্যান্ড কোং।
রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ৩০৮ রান তুলেছিল ভারত। একমাত্র রান পেয়েছিলেন শিখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়া। রান পাননি ক্যাপ্টেন কোহলি। মাত্র ২১ রান করেছিলেন ভারত অধিনায়ক।
ভারতীয় একাদশ
শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, নবদিপ সাইনি, জসপ্রিত বুমরাহ ইয়ুযবেন্দ্র চাহাল।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, অ্যারোন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশানে, মোজেস হেনরিকে, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজলউড।