রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সালথায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৭ আজ সন্ধ্যায় টি-টোয়েন্টিতে নামছে বাংলাদেশ-ভারত গিগাবাইট অরাস এক্স৮৭০ ও এক্স৮৭০ই মাদারবোর্ড: কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি দিয়ে কম্পিউটিংয়ের নতুন যুগের সূচনা উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পেলেন শিউলী রোজা শিক্ষক শিক্ষার্থীদর মেরুদণ্ড, আজ বিশ্ব শিক্ষক দিবস পলিথিন বন্ধে অধিদপ্তর-ম্যাজিস্ট্রেট মিলে টিম হচ্ছে উপস্থাপক হিসেবে হাজির হচ্ছেন অপু বিশ্বাস ১৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বিপিএলে সাকিবের খেলা নিয়ে যা বলছে রংপুর বাংলাদেশের সোনার খনি হচ্ছে ইলিশ সম্পদ : ফরিদা আখতার টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি, নতুন নোট নকশার প্রস্তাব সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক অমিতাভের নতুন কাজে পূজা চেরি আক্কেলপুরে সবুজে ছেয়ে গেছে আমনের বিস্তীর্ণ মাঠ পাইকগাছায় বাড়ির মালিক ও রাজমিস্ত্রীর বউ বদল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন পাইকগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নান্দাইল সাংবাদিক সমিতি(বাসাস) কমিটি গঠিত সভাপতি খসরু ও সম্পাদক হাবিব প্রশাসনের মধ্যে ‘স্বৈরাচারের ভূত’ বসে আছে : বিএনপি সাতক্ষীরা সীমান্তে শুটারগান ও গুলি উদ্ধার ঘাটাইলে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত টানা বৃষ্টিতে ফের ডুবছে নোয়াখালী, পানিবন্দি ১২ লাখ মানুষ মুরাদনগরে সাংবাদিকতার মানোন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি হলেন করিম সরকার স্ত্রী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে শরণখোলায় দূর্গা পূজা পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত বাংলাদেশ নারী ক্রিকেট দল অবহেলিত থাকবে না : ক্রীড়া উপদেষ্টা মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চাই: প্রধান উপদেষ্টা সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র ৭ দিনের রিমান্ডে

৮৮৫ কোটি টাকা মুনাফা করেছে সাউথইস্ট ব্যাংক : এম এ কাশেম

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০১ অপরাহ্ন
৮৮৫ কোটি টাকা মুনাফা করেছে সাউথইস্ট ব্যাংক : এম এ কাশেম

বেসরকারি খাতের সাউথইস্ট ব্যাংক ২০২৩ সালে ৮৮৫ কোটি টাকা নিট বা প্রকৃত মুনাফা করেছে বলে জানিয়েছেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক এম. এ. কাশেম। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় সাউথইস্ট ব্যাংক বিগত ২০২৩ সালে ৮৮৫ কোটি টাকা (সম্মিলিত) পরিচালন মুনাফা অর্জন করেছে। আপ্রাণ চেষ্টায় সাউথইস্ট ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায়, হাতের নাগালে ও স্বল্প খরচে নিরাপদে আর্থিক সেবা পৌঁছে দিচ্ছে এবং প্রতিনিয়ত নিরলসভাবে গড়ে তুলছে গ্রামীণ অর্থনীতির শক্তিশালী ভিত্তি।

আজ বুধবার সাউথইস্ট ব্যাংক পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভায় ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ কাশেম বলেন, ২০২৩ সালে ব্যাংকের আমানতের পরিমাণ ছিল ৩৮ হাজার ৬৪০ কোটি টাকা, মোট সম্পদের পরিমাণ ৫১ হাজার ৮৬ কোটি টাকা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে “Divide and Rule” নীতি নয়, বরং “দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ” তত্ত্বই সাফল্যের আসল চাবিকাঠি।

তিনি জানান, দেশব্যাপী ব্যাংকের ১৩৫টি শাখা, ২২টি উপশাখা, ২টি অফশোর ব্যাংকিং ইউনিট, ১০৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেট ও ২টি সাবসিডিয়ারী যথাক্রমে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিস ও সাউথ আফ্রিকায় অবস্থিত সাউথইস্ট এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে।

তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করার মধ্যে যে শক্তি এবং সম্ভাবনা রয়েছে, তা কোনো বিভেদ বা বিচ্ছিন্নতায় নেই। যখন আমরা সবাই এক হয়ে কাজ করি, তখন আমাদের মধ্যে একতা ও সহযোগিতার একটি অদম্য শক্তি তৈরি হয়, যা আমাদের যেকোনো বাধা অতিক্রম করতে সাহায্য করে। আমি একজন সফল শিল্পপতি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও নর্থ সাউথ ফাউন্ডেশন এর একজন প্রতিষ্ঠাকালীন আজীবন সদস্য।

‌‘‘গত নব্বই-এর দশকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগে আমার অগ্রণী ভূমিকা পালন এটি আপনাদের সকলেরই জানা আছে। এছাড়া শিক্ষার পৃষ্ঠপোষক আমি এই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পরপর ৪ বার সফলভাবে ও সুনামের সাথে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়াও আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরপর ২ টার্ম সিন্ডিকেট মেম্বার ছিলাম। এছাড়াও আমি বাংলাদেশের সকল ব্যবসায়ী সম্প্রদায়ের শীর্ষ সংগঠন FBCCI এর সাবেক সফল সভাপতি ছিলাম। এছাড়া আমি বহু সামাজিক ও জনহিতকর প্রতিষ্ঠানের সাথে ছিলাম এবং আছি।’’

সবশেষে, আমি চাই গ্রাহকদের সাথে ব্যাংকিং সম্পৃক্ততা বৃদ্ধি করতে। সবাই যেন সাউথইস্ট ব্যাংকের সাথে সহজেই ব্যাংকিং করতে পারেন, সম্মানিত শেয়ারহোল্ডার এবং গ্রাহকবৃন্দ আপনারা সবাই সানন্দে এসে আমাদের সেবা গ্রহণ করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস।

প্রধান উপদেষ্টা ডঃ ইউনুসের সাথে দীর্ঘদিনের সখ্যতা কথা জানিয়ে সাউথইস্ট ব্যাংকের এই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, ড. ইউনুসসহ উপদেষ্টা মন্ডলী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অভিনন্দন। আমি ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের দোয়া ও শুভেচ্ছা জানাই এবং আগামীতে সাউথইস্ট ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা ও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।


এই বিভাগের আরো খবর