সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপুরে ২৬শে মার্চের প্রস্তুতি ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হৃদয়ে নান্দাইলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সালথায দুই গ্রুপের সংঘর্ষ, বাড়িঘর ভাংচুরের অভিযোগ কাপ্তাইয়ে ফ্রেন্ডশিপ হস্তশিল্প প্রদর্শনীয় ও বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন নবীনগর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল সিরাজগঞ্জে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বেতন নির্ধারণের দাবীতে সমাবেশ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান এমআরটি পুলিশের ২ সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস এপ্রিলে পুলিশ সপ্তাহ, গুরুত্ব পাবে নাগরিক মত ওআইসিভুক্ত ১৯ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ইসি সিআইডি প্রধান হলেন গাজী জসীম উদ্দিন ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট, প্রথম ৩০ মিনিটে হিট দেড় কোটি, বিক্রি প্রায় ৩১ হাজার টিকিট ১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা অপেক্ষার প্রহর শেষ, দেশে পৌঁছালেন হামজা চৌধুরী রাজধানীতে আ’লীগের ঝটিকা মিছিল রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ অসাধারণ উদারতা দেখিয়েছে : গুতেরেস চীনের সৌর প্যানেল জায়ান্ট ‘লংগি’ বাংলাদেশে বিনিয়োগ করবে : চীনা রাষ্ট্রদূত ইরানে ‘রক্তবৃষ্টি’, রক্তবর্ণে রঞ্জিত সমুদ্র এপ্রিলে আসছে জুলাই গণঅভ্যুত্থান শক্তির নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গুগলের বিশেষ এআই মডেলে উন্মোচন, রোবটিক্স খাতে নতুন দিগন্ত ঈদের আগে সোনার দাম বাড়ানোর ঘোষণা বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ যশোরে চার বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণের চেষ্টা শিবচরে ডাকাত সন্দেহে ৪ জনকে গণপিটুনি আছিয়া ধর্ষন মামলা, স্বীকারোক্তি দিয়েছেন হিটু শেখ ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী অবরুদ্ধ, উদ্ধার করল সেনাবাহিনী খাগড়াছড়িতে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন দেশের পথে ফুটবলার হামজা চৌধুরী দেড় ঘণ্টা পর মেট্রোরেলে টিকিট ব্যবস্থা চালু রমজানে খাদ্যনালির প্রদাহ হচ্ছে, খাদ্যতালিকায় যেসব রাখবেন

৮ বছর পর এনটিভিতে গেলেন চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ২:৩৩ অপরাহ্ন

দীর্ঘ ৮ বছর পর নিজের প্রতিষ্ঠানে গেলেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক আলী (ফালু)।

সোমবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে তার প্রতিষ্ঠান এনটিভির প্রধান কার্যালয়ে পৌঁছান। এ সময় এনটিভির সর্বস্তরের কর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এনটিভির কর্মীরা জানান, দীর্ঘদিন পর দেশে ফিরে ও এনটিভিতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন মোহাম্মদ মোসাদ্দেক আলী। নিজেকে সামলে নিয়ে তিনি এনটিভির প্রতিটি বিভাগের কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। বহু বছর পর প্রিয় চেয়ারম‍্যানকে কাছে পেয়ে কর্মীরাও যেন নতুন প্রাণ ফিরে পান। এ সময় তিনি দেশকে স্বৈরাচারমুক্ত করার জন‍্য তরুণ প্রজন্মের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান। পাশাপাশি যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন ও যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত আরোগ‍্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ ও মো. আশফাক উদ্দিন আহমেদসহ তার পরিবারের সদস‍্যরা। এ ছাড়া এনটিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু, এনটিভির অর্থ ও হিসাব বিভাগের প্রধান গোলাম রওশন ইয়াজদানী, কোম্পানি সেক্রেটারি অমিতাভ ভৌমিক, এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম, এনটিভি অনলাইনের সম্পাদক খন্দকার ফকরউদ্দীন আহমেদ, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান অঞ্জন কুমার কুণ্ডু, অনুষ্ঠানবিভাগের মহাব‍্যবস্থাপক আলফ্রেড খোকনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০০৬-০৭ সালে ওয়ান ইলেভেনের সময় মোসাদ্দেক আলী দুর্নীতির মামলায় কারাগারে যান।

এনটিভির কর্মীরা জানান, এ সময় তার পরিবারের সদস্যদের ওপরেও শুরু হয় নানামুখী হয়রানি ও নির্যাতন। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ২০১৭ সালের ৯ মার্চ দেশত্যাগে বাধ্য করা হয়।

উল্লেখ্য, ২০০৩ সালে বাংলাদেশের প্রথম অটোমেশনভিত্তিক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন স্টেশন ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড (এনটিভি) চালু করেন। তিনি আরও একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আরটিভি এবং ‘দৈনিক আমার দেশ’ পত্রিকা প্রতিষ্ঠা করেন। তিনি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) প্রতিষ্ঠাতা সভাপতি।


এই বিভাগের আরো খবর