শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোরবানির ঈদের জন্য ১২০০ কেজি ওজনের গরু নিয়ে প্রস্তুত বেলকুচির জহুরুল ইসলাম শাহজাদপুরে বৃষ্টির জন্য ইস্তেস্কার নামাজ আদায় তাপদাহে ঝরে যাচ্ছে লিচুর গুটি, দিশেহারা চাষিরা ত্রিশালে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত রাণীনগরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে আইসক্রিম কারখানার মালিককে জরিমানা বড়াইগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু, আহত ১ নন্দীগ্রামে মাটিখেঁকো ধরতে মাঠে নামলেন ইউএনও, জরিমানা নান্দাইলে পরিকল্পনামন্ত্রীর গনশোনানি চিরিরবন্দরে নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতামূলক কর্মসূচি সালথায় প্রচণ্ড খরতাপে পাটের ক্ষতির আশঙ্কা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার প্রতিরক্ষা স্থায়ী কমিটির বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর বাণিজ্যিকভাবে বারোমাসি কাঁঠাল চাষে লাখপতি সবুজ তীব্র তাপপ্রবাহে বৃষ্টি কামনায় সালথায় মাঠের মধ্যে বিশেষ নামাজ আদায় বে টার্মিনাল পুরোটা বিদেশি বিনিয়োগেই হবে: বন্দর চেয়ারম্যান নান্দাইলে পরিকল্পনামন্ত্রীর উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে উন্নয়ন ও প্রশাসনিক সংক্রান্ত পর্যালোচনা সভা বিপাকে নিম্ন আয়ের মানুষ তীব্র গরমে হাঁসফাঁস পাইকগাছার জনজীবন দু‌দিনে সোনার দাম ভ‌রিতে কমলো ৫২৩৮ টাকা বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর আগামীতে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা হবে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট : ধর্মমন্ত্রী কর্মহীন প্রবাসীদের পাশে মানবতার হাত নিয়ে সৌদি আরব প্রবাসী আলী হোসেন থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ঘাটাইলে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা,বিয়ের নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা নারী বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল এমপি কন্যার জন্মদিন উপলক্ষে পাইকগাছায় তাপদাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে শরবত ও পানি বিতরণ বড়াইগ্রামে হিট স্ট্রোকে জমিতেই কৃষকের মৃত্যু চিরিরবন্দরে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে নির্বাচনী মাঠে ব্যস্ত সময় পার করছেন – সুমন দাস সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ডেমরায় দুই ব্যাক্তি গণধোলাইয়ের শিকার

অর্থের অভাবে টিউমার অপারেশন হচ্ছে না

অনলাইন ডেস্ক :
বুধবার, ৯ জুন, ২০২১, ১২:১৪ অপরাহ্ন

নবাবগঞ্জ (ঢাকা ) প্রতিনিধি:
অর্থের অভাবে দীর্ঘ ৪ বছর ধরে জরায়ুতে টিউমার অপারেশন করতে পারছেন না আলেয়া বেগম। স্বামী মো. ওয়াছেক পেশায় একজন তাঁতি। বসত বাড়ির ৬ শতক জমি ছাড়া আর কিছুই নেই। ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী গ্রামে বসবাস আলেয়া বেগমের। জানা যায়, ৪ ছেলে মেয়ের সংসার ওয়াছেকের। এদিকে স্ত্রী আলেয়া বেগম জরায়ুর টিউমার নিয়ে ভুগছেন ৪ বছর ধরে। তবে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মো. ওয়াছেক। বড় মেয়ে শারমিনের বিয়ে হয়ে সে এখন শ্বশুর বাড়ি। ছেলে মেহেদী হাসান কাজ করতেন ঢাকায় একটি রেস্টুরেন্টে । হঠাৎ করোনার কারণে বন্ধ হয়ে গেছে রেস্টুরেন্ট। চাকরি হারিয়ে মেহেদী এখন বাড়িতে থাকে। ছেলে মৃদুলের বয়স মাত্র ১২। কিন্তু অভাবের সংসারে মায়ের অসুস্থতা মরার উপর যেন খাড়ার ঘা হয়ে দেখা দিছে। এই বয়সে স্কুলে পড়ার কথা থাকলেও নেমে পড়েছে কাজে। কাজ করছে একটি থাই ও অ্যালুমিনিয়ামের দোকানে। ৬ সদস্যের সংসারে বড় ছেলে আর বাবার টাকায় একসময় দিনাদিপাত করলেও এখন ঘরে জরায়ুতে টিউমার নিয়ে ভুগছেন আলেয়া বেগম। এ দিকে বড় ছেলেরও নেই চাকরি। আর করোনার থাবায় থমকে গেছে তাঁতের কাজও। এখন দুবেলা দুমুঠো ভাত ই জুটছে না। আর আলেয়া বেগমের অপারেশনে প্রয়োজন অনেক টাকা। দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সব সদস্যদের। সমাজের বিত্তবানদের সহায়তা চেয়েছে পরিবারটি। স্ত্রীকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ওয়াছেক। কিন্তু অর্থের কাছে অসহায় বোধ করছেন তারা। মায়ের এমন করুণ অবস্থা দেখে ভেঙে পড়েছেন মেহেদী হাসান ও মৃদুল। সেই সঙ্গে চোঁখ ভর্তি পানি নিয়ে বসে আছে বড় মেয়ে শারমিন। অর্থাভাবে থেমে যেতে বসেছে আলেয়া বেগমের জীবন। জানা যায়, ৪ বছর আগে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করার পর ধরা পড়ে জরায়ুতে টিউমার। চিকিৎসকদের কাছ থেকে জরায়ুতে টিউমারের কথা জানতে পেরে আলেয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বিভিন্ন ক্লিনিক আর হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরে আর্থিক সংকটে আর অপারেশন করাতে পারেননি। বর্তমানে অর্থের অভাবে অপারেশন আটকে গেছে। আলেয়া বেগম জানান, ৪ বছর আগেই চিকিৎসকরা অপারেশন করার পরামর্শ দেন। অভাবের সংসারে খাবার ই জুটে না। টাকার অভাবে অপারেশন করাতে পারছি না। সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেন তিনি। বড় মেয়ে শারমিন আক্তার বলেন, বাবা তাঁতের কাজ করে সংসার চালায়। এখন করোনার কারনে তাঁতের কাজও বন্ধ। এ দিকে মায়ের টিউমার অপারেশন করাতে দরকার অনেক টাকা। সকলে সহযোগিতা করলে আমার মা ভালো হয়ে উঠবে। সকলের সহায়তা কামনা কামনা করেন। অসুস্থ আলেয়ার স্বামী মো. ওয়াছেক বলেন, তাঁতের কাজ করে সংসার চলে আমার। করোনার কারনে তাঁতের কাজও নাই। এর মাঝে স্ত্রীর টিউমার অপারেশন করাতে অনেক টাকা প্রয়োজন । চিকিৎসকরা দ্রুত অপারেশন করার পরামর্শ দিয়েছে। আলেয়া বেগমের জরায়ুর টিউমার অপারেশনে সহযোগিতা করতে চাইলে বড় মেয়ে শারমিনের বিকাশ পার্সোনাল ০১৮১৫৭৪৫২৫৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।


এই বিভাগের আরো খবর