শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করছেন সালথা থানার ওসি ঘাটাইলে ঈদ বাজারে উপচে পড়া ভিড় কেনাকাটায় ব্যস্ত নারী পুরুষ শ্রীপুরে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ,সড়ক অবরোধ ত্রিশালে বাস-সিএনজি সংঘর্ষে ৩ জনের প্রাণহানি আগামী ২৫ রমজানের মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি ডিইউজে’র পাইকগাছায় জমে উঠেছে ঈদের কেনাকাটা শ্রীপুরে লিচুর বাগানে মৌমাছি চাষে লাভবান খামারি ও চাষিরা সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী প্রভাষক এম সুশান্তের গণসংযোগ নান্দাইল উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত সংসদ সদস্য এস এম শাহজাদাকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সম্মাননা দশমিনায় মৎস্য ও নৌপুলিশের অভিযানে অবৈধ বাঁধা জাল জব্দ সেন্ট্রাল ল’ কলেজে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা পাইকগাছায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত তাড়াশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের শ্রদ্ধা স্বাধীনতা বিরোধীদের ঘৃণা জানাতে গণহত্যার নির্মমতা সামনে আনতে হবে পাইকগাছায় প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস চারদিনের সফরে আসছেন ভুটানের রাজা, তিনটি চুক্তির সম্ভাবনা মস্কোতে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী গাজায় হত্যাকান্ড বন্ধে কোনো পদক্ষেপ না নেয়া দুঃখজনক : প্রধানমন্ত্রী ভারতীয় পণ্য বর্জনের নামে বিএনপি দেশের অর্জনকে ধ্বংস করতে চায়: ওবায়দুল কাদের পাইকগাছায় এমপি রশীদুজ্জামানের জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অবশেষে ত্রিশালের আলোচিত কাটা রাস্তা ভরাট চোখের আলো ফিরে পেতেচায় স্কুল ছাত্রী রোবিনা সাড়ে আট হাজার ডাকঘরকে ‘স্মার্ট সার্ভিস পয়েন্টে’ রূপান্তরিত করা হবে : তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী সেনাবাহিনীর আন্তঃ অঞ্চল আযান ও ক্বিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ বিএনপি দেশকে মগের মুল্লুক বানাতে ব্যর্থ হয়ে খেই হারিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী করোনায় নতুন আক্রান্ত ৪২ জন, শনাক্তের হার বেড়ে ৬.১১ শতাংশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : শেখ হাসিনা

আত্মগোপনে বঙ্গবন্ধুর পাঁচ খুনি কে কোথায়?

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ৫:৪২ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে পাঁচজন এখনো জীবিত; তারা বিভিন্ন দেশে আত্মগোপন করে আছে। সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা এ পাঁচজনের মধ্যে দুজনকে দেশে আনার বিষয়ে আশাবাদী। বাকি তিন খুনির অবস্থান পুরোপুরি নিশ্চিত হওয়ার লক্ষ্যে তৎপরতা অব্যাহত রয়েছে। পুলিশ সদর দফতরের এনসিবি (ইন্টারপোল) শাখার মাধ্যমে পাঁচ খুনির বিষয়ে রেড নোটিস জারি রয়েছে। ইতিমধ্যে রেড নোটিসের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত ও আত্মগোপনে থাকা পাঁচ খুনি হচ্ছে লে. কর্নেল এস এইচ এম বি নূর চৌধুরী (অব্যাহতি), লে. কর্নেল এ এম রাশেদ চৌধুরী (অব্যাহতি), লে. কর্নেল শরিফুল হক ডালিম (অব্যাহতি), লে. কর্নেল আবদুর রশীদ (বরখাস্ত), রিসালদার মোসলেহ উদ্দিন (অব.)।

এনসিবির তথ্যানুযায়ী এখন নূর চৌধুরী কানাডায় ও রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে। অন্য তিনজনের অবস্থান পুরোপুরি নিশ্চিত না হলেও শরিফুল হক ডালিমের সম্ভাব্য অবস্থান পাকিস্তান অথবা লিবিয়ায়, আবদুর রশীদের সম্ভাব্য অবস্থান লিবিয়া অথবা জিম্বাবুয়েতে এবং মোসলেহ উদ্দিনের সম্ভাব্য অবস্থান পাকিস্তানে।

পাঁচ খুনিকে ফিরিয়ে আনার অগ্রগতি বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমাদের কার্যতালিকার সবচাইতে অগ্রাধিকার বিষয় হলো বঙ্গবন্ধুর পাঁচ খুনিকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর। আমরা নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীর সম্ভাব্য অবস্থান জানি। আইনি প্রক্রিয়া শেষে তাদের ফিরিয়ে আনা সম্ভব। নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে আমরা কানাডা সরকারকে বিবাদী করে মামলা করেছি; পাশাপাশি সুসম্পর্কের ভিত্তিতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছি। আশা করছি তাকে দেশে আনা সম্ভব হবে। যুক্তরাষ্ট্রে থাকা রাশেদ চৌধুরীর বিষয়ে আমারা আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। তাকে ফেরত আনার বিষয়েও আমরা আশাবাদী।’

অন্য তিন খুনির অবস্থানের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের অবস্থানের বিষয়ে একেক সময় আমরা একেক রকম তথ্য পাই। অবস্থান নিশ্চিত হলে সরেজমিন বিষয়টি তদন্ত করে তাদেরও দেশে ফেরানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।’ ১৯৯৮ সালের ৮ নভেম্বর ঢাকার তৎকালীন দায়রা জজ কাজী গোলাম রসুল ১৫ জনকে মৃত্যুদন্ডাদেশ দিয়ে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দেন। নিম্ন আদালতের এ রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও মৃত্যুদন্ড নিশ্চিতকরণের শুনানি শেষে ২০০০ সালের ১৪ ডিসেম্বর হাই কোর্ট দ্বিধাবিভক্ত রায় দেয়। ২০০১ সালের ৩০ এপ্রিল হাই কোর্টের তৃতীয় বেঞ্চ ১২ আসামির মৃত্যুদন্ড বহাল রেখে তিনজনকে খালাস দেয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০০৯ সালের ১৯ নভেম্বর ১২ আসামির মৃত্যুদন্ড বহাল রাখে। ১২ আসামির মধ্যে ২০১০ সালের ২৭ জানুয়ারি পাঁচজনের মৃত্যুদন্ড কার্যকর হয়। তারা হলো সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও মুহিউদ্দিন আহমেদ। ২৫ বছর ভারতে আত্মগোপনে থাকার পর গত বছরের ৬ এপ্রিল ঢাকার গাবতলী থেকে গ্রেফতার হয় আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ। আইনি প্রক্রিয়া শেষে গত বছরের ১১ এপ্রিল রাত ১২টা ১ মিনিটে ফাঁসি কার্যকর হয় তার। ফাঁসির দন্ড পাওয়া আরেক আসামি আজিজ পাশা ২০০২ সালে পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যায়।

এনসিবির তথ্যানুযায়ী ২০০৯ সালের ৩১ আগস্ট নূর চৌধুরীর বিরুদ্ধে রেড নোটিস জারি করে ইন্টারপোল। যার নম্বর এ-২৬৯১/৮-২০০৯। নোটিস জারির কিছুদিন পর ২০১০ সালের ২৫ মার্চ নোটিসের মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়। একইভাবে রাশেদ চৌধুরীর বিষয়ে রেড নোটিস জারি হয় ২০০৯ সালের ৭ জানুয়ারি; যার নম্বর এ-২৫/১-২০০৯। পরে একই বছরের ২৬ জুলাই নোটিসের মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছে। শরিফুল হক ডালিমের বিরুদ্ধে রেড নোটিস জারি হয় ২০০৯ সালের ২৮ জুন; যার নম্বর এ-১৮১১/৬-২০০৯। পরে নোটিসের মেয়ার পাঁচ বছর বাড়ানো হয়েছে। খন্দকার আবদুর রশীদের বিষয়ে রেড নোটিস জারি হয় ২০০৯ সালের ৩১ আগস্ট, যার নম্বর এ-২৬২০/৮-২০০৯। রিসালদার মোসলেহ উদ্দিনের বিষয়ে রেড নোটিস জারি হয় ২০০৯ সালের জুনে। যার নম্বর এ-১৮৩৬/৬-২০০৯। এনসিবি কর্মকর্তারা জানান, জীবিত পাঁচ খুনিকে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এনসিবি ঢাকার কর্মকর্তারা এ বিষয়ে ইন্টারপোল কানাডা ও ওয়াশিংটনে এবং ইন্টারপোল সদর দফতরে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তিন খুনির সুনির্দিষ্ট অবস্থানের বিষয়ে তথ্য প্রাপ্তি সাপেক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে। এ বিষয়ে এনসিবি সংশ্লিষ্ট সব দফতরকে সর্বাত্মক সহযোগিতা করছে। এ ছাড়া আসামিদের বাংলাদেশে আনার বিষয়ে পর্যালোচনা ও এ সম্পর্কিত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উচ্চ পর্যায়ের টাস্কফোর্সের সর্বশেষ সভা ২০২০ সালের ১০ সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। ১৯৯৬ সালের ১২ নভেম্বর দায়মুক্তি আইন বাতিল হলে ওই বছরের ২ অক্টোবর ধানমন্ডি থানায় বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী মহিতুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন।


এই বিভাগের আরো খবর