শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিরিরবন্দরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্বুদ্ধকরণ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাই নান্দাইলে দশদিন ব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষনের শুভ উদ্বোধন কর্মস্থলে ফেরার পথে একই পরিবারের ৫ জনসহ ১০ পোশাককর্মী আহত শাহজাদপুরে করতোয়া নদী থেকে ভাসমান লাশ উদ্ধার সাংবাদিকদের ওপর ২৮ অক্টোবরের হামলার ঘটনায় ডিএমপির অনুসন্ধান কমিটি গঠন শিল্প ও সংস্কৃতির উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়াতে হবে : তথ্য প্রতিমন্ত্রী পাইকগাছার আগড়ঘাটায় ৪দিন ব্যাপী বর্ষবরণের শেষ দিনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘাটাইলে পুকুর থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার পাইকগাছায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত নান্দাইলে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ্ ও প্রদর্শণী অনুষ্ঠিত প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান অসহায় পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা যমুনা নদী‌তে অষ্টমীর স্না‌নে পুণ্যার্থীরাদের ঢল পাইকগাছার আগড়ঘাটায় ৪দিন ব্যাপী বর্ষবরণের ২য় দিনে ঢালি, জারি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান জামালপুরে মহাষ্টমীর স্নান উৎসবে হাজারো পুর্ণার্থীর ঢল সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রভাষক এম সুশান্তের গণসংযোগ এলাকা শান্ত রাখার আহব্বান এমপি লাবু চৌধুরীর জামালপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচনে অন-লাইনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে : সাবের চৌধুরী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে চিকিৎসা দিবে ক্ষুদে ডাক্তার সরকারের নির্দেশনা উপেক্ষা করে উদীচীর অনুষ্ঠান দুঃখজনক : তথ্য প্রতিমন্ত্রী রমজান, ঈদ ও নববর্ষের অনুষ্ঠানগুলো সুন্দরভাবে সম্পন্ন হয়েছে : ডিএমপি কমিশনার শ্রীপুরকে ‘স্মার্ট’ উপজেলা হিসেবে গড়তে চান মৌসুমি সরকার নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পাইকগাছায় নববর্ষ উপলক্ষে ৪দিন ব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এমপি রশীদুজ্জামান সমুদ্রপথ নিরাপদ করতে প্রস্তাব তৈরি হচ্ছে : নৌ প্রতিমন্ত্রী বিএনপি বাংলাদেশের অস্তিত্বের মূলে আঘাত করতে চায় : ওবায়দুল কাদের “সংযম প্রদর্শনের” প্রশংসা করতে পশ্চিমাদের প্রতি ইরানের আহ্বান ৩২ বছর আগে সড়ক দুর্ঘটনা : দায়ী চালকের ৩ বছরের সাজা হাইকোর্টে বহাল

ফাতেমার সংগ্রামী জীবন দেখে উদ্বুদ্ধ গ্রামবাসী

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১, ২:০৯ অপরাহ্ন

নজরুল ইসলাম খান, ফুলবাড়ীয়া থেকে : মোছা: ফাতেমা বেগম ২০১৮ সালে সিসিডিবি-সিপিআরপি কর্তৃক গঠিত বিদ্যানন্দ রজনীগন্ধা ম: ফোরামের একজন নিয়মিত সদস্য। সেই সাথে ফোরামের সম্পাদিকা ও নেটওয়ার্ক প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল ভাবে কাজ করে যাচ্ছে। তিনি ফোরাম থেকে ১ম ঋণ নিয়েছেন ১০,০০০/- কৃষিকাজ করা র জন্য। ২য় ঋণ ২০,০০০/- কৃষিকাজের জন্য নেয়া হলেও ৪টি কিস্তি দেওয়ার পর গত ১০ই মার্চ, ২০২০ সালে হঠাৎ করে তার স্বামী হার্ট স্ট্রোক করে মারা যান। ফলে উপার্জনক্ষম ব্যাক্তির মৃত্যুতে সংসারে দুর্যোগ নেমে আসে। এমতাবস্থায় ছেলে-মেয়েকে নিয়ে কিভাবে তার সংসার চলবে এই চিন্তায় ভেঙ্গে পরে। তখন ফোরামের মাসিক সভায় সহযোগী সংস্থা সিসিডিবি-সিপিআরপির সংশ্লিষ্ট সমাজ সংগঠকের সাথে পারিবারিক অবস্থা সম্পর্কে আলোচনা করায় তিনি বিভিন্ন আয়বৃদ্ধিমুলক উন্নয়নমুখী পরামর্শ প্রদান করেন। সিসিডিবি থেকে সে গবাদী পশু পালনের উপর প্রশিক্ষণ পেয়েছে এবং কেঁচো সার তৈরীর প্রশিক্ষণও পেয়েছে। এ পর্যন্ত ২টি গরুর গোবর থেকে তৈরি কেঁচো সার বিক্রি করে উপার্জন হয়েছে- ৮ হাজার ৫শ এবং কেঁচো বিক্রি করে-১ হাজার টাকা উপার্জন করেছে। রজনীগন্ধা ফোরামকে গ্রামীণ বিক্রয় ও সেবা কেন্দ্র করা হয় এবং ফাতেমা বেগমকে লোকাল সার্ভিস প্রোভাইডার করা হয় এবং লোকাল সার্ভিস প্রোভাইডার হওয়ায় বাড়তি আয়ের সুবিধা পায়। বর্তমানে সে ফোরামে স্যানিটারী ন্যাপকিন বিক্রি করছে। প্রতি প্যাকেট পাইকারী ৩১/- দরে ক্রয় করে বিক্রি করে খুচরা ৪০/-, এতে করে তার প্যাকেট প্রতি পরিবহন খরচ বাদ দিয়ে ৫-৭ টাকা লাভ হয়।

এলাকার একজন গণ্যমান্য সহৃদয় ব্যাক্তি ফাতেমার সংগ্রামী জীবন দেখে উদ্বুদ্ধ হয়ে একটি সেলাই মেশিন কিনে দেন। সেই মেশিন
ব্যবহার করে সে আশে পাশের লোকের কাপড় এবং বাজারের ব্যাগ সেলাই করে টাকা উপার্জন করছে। এছাড়া হাঁস-মুরগীপালন,
সবজী বাগানে দিনমজুরী করে উপার্জন করছে। ঈদের সময় এলাকার বিভিন্ন ধনী ব্যাক্তিরা তাকে ফেতরা ও খাবার দিয়ে সাহায্য
করে। এভাবে সে চেষ্টা, বুদ্ধি ও পরিশ্রম দিয়ে সংসারকে টিকিয়ে রেখেছে। ফাতেমা পরিশ্রমের ফলে সফলতা অর্জন করেছে।


এই বিভাগের আরো খবর