বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশদের সংবর্ধনা কুড়িগ্রামে বাংলাদেশ দলিল লেখক সমিতির নির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক ও শপথ গ্রহণ কাপ্তাইয়ে মৎস্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজন উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্টিত চকবাজারে ছাত্রলীগ নেতা আটক খুলনার পাইকগাছায় উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় পল্লী বিদ্যুতের ৯৬ জন কর্মচারী গণ ছুটিতে: বিদ্যুৎ বিপর্যয়ের আতংকে উপজেলার ৯০ হাজার গ্রাহক বেসিস এর নতুন প্রশাসক স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান ‘বাবা–মায়ের স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে’ ডা. রফিকুল ইসলাম বাচ্চু কিশোরগঞ্জে চক্রের  সক্রিয় সদস্য আটক- ১ কক্সবাজারের উখিয়ায় বিজিবির মাদকবিরোধী অভিযানে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার রাজাপুরে ক্লিনিকে চিকিৎসকের চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ মতলব উত্তরে কালভার্টের সংযোগ সড়ক না থাকায় বাঁশের সাঁকোই ভরসা, ভোগান্তিতে এলাকাবাসী বিডিজিডিকেএস বিভাগীয় সম্পাদকের সাথে তালা উপজেলা শাখার মতবিনিময় রাজাপুরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় মা-ছেলে আহত, থানায় অভিযোগ লালমোহনে মেজর অবঃ হাফিজ উদ্দিন এর সহধর্মিণীর সুস্থতায় কামনা দোয়া মোনাজাত অনুষ্ঠিত লোহাগাড়ায় মাদকাসক্ত ছেলেকে ইউএনও’র হাতে তুলে দিলেন মা কর্মীদের সুরক্ষায় গার্ডিয়ানের সাথে ব্যাংক এশিয়ার পার্টনারশিপ নান্দাইলে সাংবাদিকদের সাথে নবাগত-ওসির মতবিনিময় শ্রীপুরে স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদে পল্লী চিকিৎসক খুন, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ রাজাপুরে রোলা নেছারিয়া দাঃ মাদ্রাসার “ম্যানেজিং” কমিটির সভাপতি হলেন নুর হোসেন সাবেক এমপি ফয়সাল বিপ্লবের ৭ দিনের রিমান্ড মুকসুদপুর প্রেসক্লাবের সদস্যদের মাঝে ত্রুেস্ট বিতরণ পাইকগাছায় বরাদ্দকৃত শতকোটি টাকা আত্মসাৎ কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন গোমতী নদীর সেতুতে ভয়াবহ ঝুঁকি ও ভাঙনের আশঙ্কা আনোয়ারায় ওসি মনির হোসেনের সাহসী ভূমিকা প্রশংসিত শান্তি ও সম্প্রীতির নতুন বাংলাদেশে নৈরাজ্য রুখে দিন: তুলি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাঙামাটি হতে “এ” গ্রেডিং প্রাপ্ত হলেন কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস রাজশাহীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোভ্যান চালক নিহত টেকনো, আইএফএ ২০২৫-এ তিনটি গ্লোবাল ইনোভেশন অ্যাওয়ার্ড জিতলো কিশোরগঞ্জের র‍্যাবের অভিযানে তিনজন আটক

গাজায় স্বাধীন প্রশাসন গঠনে রাজি হামাস

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজা উপত্যকা পরিচালনার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বাধীন জাতীয় প্রশাসন গঠনে রাজি তারা। বুধবার (৩ সেপ্টেম্বর)এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, গত ১৮ আগস্ট গাজা পরিচালনার জন্য একটি নিরপেক্ষ ও টেকনোক্র্যাটভিত্তিক প্রশাসন গঠনের প্রস্তাব দিয়েছিলেন মধ্যস্থতাকারীরা। হামাসের হাইকমান্ড সেই প্রস্তাবে রাজি হয়েছে। এখন আমরা ইসরায়েলের প্রতিক্রিয়ার অপেক্ষা করছি। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

বিবৃতিতে হামাস আরও উল্লেখ করেছে যে, তারা একটি সমন্বিত চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। চুক্তির অধীনে ইসরায়েলি সব বন্দিকে মুক্তি দেওয়া হবে। বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। এছাড়া গাজার বিরুদ্ধে যুদ্ধের অবসান ঘটবে; সব দখলদার বাহিনী প্রত্যাহার করা হবে; সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হবে যাতে গাজায় সব জরুরি ত্রাণ সামগ্রী প্রবেশ করতে পারে এবং পুনর্গঠন প্রক্রিয়া শুরু করা হবে।

গোষ্ঠীটি আরও নিশ্চিত করে বলেছে, তারা গাজা উপত্যকার সব বিষয় তত্ত্বাবধানের জন্য টেকনোক্র্যাট বা বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বাধীন জাতীয় প্রশাসন গঠনে সম্মতি দিয়েছে। এই টেকনোক্র্যাটরা তাৎক্ষণিকভাবে সব খাতের দায়িত্বভার গ্রহণ করবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের এ বিবৃতিকে প্রত্যাখ্যান করে এটিকে ‘প্রচার কৌশল’ বলে উল্লেখ করেছেন।

নেতানিয়াহুর দফতর থেকে বলা হয়,ইসরায়েলের যুদ্ধকারীন মন্ত্রিসভার নির্ধারিত শর্ত অনুযায়ী যুদ্ধ তাৎক্ষণিকভাবে শেষ হতে পারে। এই সভা যেসব শর্ত নির্ধারণ করেছে, সেগুলো হলো- সব জিম্মির মুক্তি, হামাসের অস্ত্র ভেঙে দেওয়া, গাজার সামরিকীকরণ বিলোপ, গাজায় ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং একটি বিকল্প বেসামরিক সরকার প্রতিষ্ঠা, যা সন্ত্রাসবাদ শেখাবে না, সন্ত্রাসবাদ চালাবে না এবং ইসরায়েলকে হুমকি দেবে না।

তেলআবিবের হিসাবে,বর্তমানে গাজায় ৪৮ ইসরায়েলি বন্দি রয়েছে, যাদের মধ্যে ২০ জন জীবিত। অপরদিকে ইসরায়েলি কারাগারে ১০ হাজার ৮০০-র বেশি ফিলিস্তিনি আটক রয়েছে। ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে ফিলিস্তিনিরা নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন। অনেকে এসব কারণে মারাও গেছেন।

প্রায় দুই সপ্তাহ আগে হামাস মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত বন্দি বিনিময় ও ৬০ দিনের যুদ্ধবিরতি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু ইসরায়েল তাদের অবস্থান স্পষ্ট করতে বিরত থাকে।

এরপর ২০ আগস্ট নেতানিয়াহু ঘোষণা দেন যে তিনি গাজা সিটিতে পুনর্দখলের পরিকল্পনা দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। যদিও আন্তর্জাতিক মহল সতর্ক করেছিল যে এতে পুরো উপত্যকা ধ্বংস হয়ে যেতে পারে, ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বাড়বে এবং ব্যাপক বাস্তুচ্যুতি ঘটবে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে গাজায় ইতোমধ্যে ৬৩ হাজার ৭০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সামরিক অভিযানে পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং অঞ্চলটি দুর্ভিক্ষের মুখোমুখি দাঁড়িয়েছে।

গত নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর