পুলিশের বিশেষ অভিযানে রাজশাহীর গোদাগাড়ী এলাকা থেকে অর্ধ কোটি টাকার মূল্যে হেরোইনসহ ২জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যাক্তিরা হলো মোঃ গোলাম মোস্তফা (৪৬) এবং অপরজন আব্দুর রশিদ (৪০)।
আজ শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার সময় গোদাগাড়ী মডেল থানা পুলিশ কর্তব্যরত ছিলেন। ওই সময় পুলিশ জানতে পারে, উপজেলার কুঠিপাড়া এলকার পদ্মা নদীতে নৌকায় ২জন ব্যাক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। কিন্ত চৌকশ পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রফিক আলম (ডিএসবি) এই তথ্য নিশ্চিত করে বলেন, থানা পুলিশ তাদের হেরোইনসহ আটক করতে সক্ষম হয়। অভিযুক্তদের শরীর তল্লাসী করে ৫শত গ্রাম হেরোইন (যার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষা টাকা) । আটককৃতরা উভয় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা এলাকার। অভিযুক্তদের বিরুদ্ধে হেরোইন উদ্ধারের ঘটনায় গোদাগাড়ী মডলে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।