আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-১৩ আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক খলিলুর রহমান।
পেশায় একজন সফল ব্যাংকার হলেও, খলিলুর রহমান দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তিনি বিশ্বাস করেন—রাজনীতি হলো জনগণের সেবার অন্যতম বড় ক্ষেত্র, যেখানে সততা, নিষ্ঠা ও মানবিকতার সমন্বয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
খলিলুর রহমান বলেন, আমি রাজনীতি করছি জনগণের ভালোবাসা ও সেবার আকাঙ্ক্ষা থেকে। এলাকার মানুষের আস্থা ও সহযোগিতা নিয়েই আগামীর উন্নয়ন, পরিবর্তন ও স্বচ্ছ রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করতে চাই।
স্থানীয় জনগণের অনেকেই মনে করেন, দীর্ঘ অভিজ্ঞতা, সততা ও সেবামূলক মনোভাবের কারণে তিনি ঢাকা-১৩ আসনে নতুন নেতৃত্বের আশা জাগাচ্ছেন।
এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও তার পক্ষে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।