র্যাব-১৪ সিপিসি-২ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে আটক করেছে।
রবিবার ২৬ অক্টোবর রাতে সদর চরমারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক মোঃ কাঞ্চন মিয়া (৩০) কিশোরগঞ্জ সদর চরমারিয়া এলাকার মৃত ওয়াহেদ মিয়ার ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির প্রেস বিজ্ঞপ্তিতে জানান কিশোরগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিওিতে চরমারিয়া এলাকায় অভিযান চালিয়ে যৌতুক মামলার আসামী কাঞ্চন মিয়াকে আটক করে।
আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানা হস্তান্তর করা হয়।