জামালপুরে কার্ভাড ভ্যানের চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
২৭ শে অক্টোবর সোমবার দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের দিগপাইত ইপিজেড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব জানান, জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি কার্ভাড ভ্যান দিগপাইত এলাকায় পেছন দিক থেকে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। আহত পাঁচজনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করেছে। তবে কার্ভাড ভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি নাজমুস সাকিব আরও জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।