ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আজ মঙ্গলবার বিকালে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। যুবদলের সভাপতি এমদাদুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী সফিকুল ইসলাম , আইনজীবি আনিছুল রহমান মঞ্জু, সাবেক মেয়র মাইন উদ্দিন মাইনু, সাবেক কমিশনার আবু সাঈদ, হযরত আলী, আশরাফ হোসেন রুবেল।
বক্তরা বলেন, সাবেক যুবদলের সভাপতি গুলিবিদ্ধ মফিজুর রহমান মুকুলের ঘটনায় প্রকৃত দোষীরা যেন শাস্তির আওতায় আসে এই আহবান জানান। মুকুল ভাইয়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন নবীনগর বিএনপির মনোনয়ন প্রত্যার্শী কাজী নাজমুল হোসেন তাপস। তিনি মুকুল ভাইকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা করাচ্ছে। হাজার হাজার যুবদল ও ছাত্রদল নেতা কর্মিদের শ্লোগানে মুখরিত হয়ে উঠে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ।