বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে বন্দুক ও মাদক দ্রব্যসহ গ্রেপ্তার-১ আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭ জন আটক নভেম্বরের শেষ দিকে একটা চমৎকার নির্বাচনী পরিবেশ তৈরি হবে: ডিএমপি কমিশনার সালথায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক মুন্সীগঞ্জের সাবেক প্যানেল মেয়র সাজ্জাদ সাগর গ্রেপ্তার, ১০ দিনের রিমান্ড বিএনপি ক্ষমতায় গেলে সামাজিক উন্নয়ন কর্মকান্ডে ইমামদের সম্পৃক্ত করবে হাকিম চৌধুরী বেতন বকেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে গাজীপুরে মহাসড়ক অবরোধ বোয়ালখালীতে পলাতক ইউপি চেয়ারম্যান কাজলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে এসি ল্যান্ড অসুস্থ বাবার জমি হেবা দলিল করে নিলেন ছেলে, নামজারি স্থগিতের আবেদন রাজাপুরে মামলা প্রত্যাহার করে সাবেক ইউপি সদস্য’র মুক্তির দাবিতে মানববন্ধন জামালপুরে ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে চান শেখ রফিকুল ইসলাম বাবলু, স্থানীয়দের প্রশ্ন ১৭ বছর কোথায় ছিলেন তিনি উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নবীনগরে তারুণ্যের উৎসবে কৃষি বিভাগের উদ্যোগে বীজ বিতরণ কুড়িগ্রাম-৪ আসনে ভোটের মাঠে জোয়ার তুলেছেন বিএনপি নেত্রী মমতাজ হোসেন লিপি কিশোরগঞ্জে মাদক মালার সাজাপ্রাপ্ত আসামী আটক স্কাউটস সার্বিক শিক্ষায় অবদান রাখছে- সহ: কমিশনার জাতীয় সংসদ নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র চলছে: আব্দুস সালাম সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত দেশেই উৎপাদন হবে বালাইনাশক শ্রীপুরে পথচারীদের মুখে হাসি ফোটাতে হাসান হাবীবের উদ্যোগ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে বদ্ধপরিকর : বি এম মিজানুল হাসান সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে হেলমেট বিতরণ ও সচেতনতা সভা খাগড়াছড়ি থেকে ইমন হত্যা মামলার দুই আসামি গ্রেফতার রাজাপুরের বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএসপি’র যুগ্ম মহাসচিব হলেন মোঃ ইব্রাহিম মিয়া মুরাদনগরে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নান্দাইলে র‍্যালী ও পথ-সভা অনুষ্ঠিত লালমোহনে নিরাপদ সড়ক দিবস পালিত পটুয়াখালীর আলোচিত লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির দণ্ড পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কুড়িগ্রাম জেলা শাখার নির্বাহী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত 

মধুখালীতে লাল শাপলার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা

সালেহীন সোয়াদ, মধুখালী (ফরিদপুর)
বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ২:২৬ অপরাহ্ন

ফরিদপুরের মধুখালী উপজেলার ধোপাডাঙ্গা-গাবুরদিয়া শাপলা বিলে শোভা ছড়াচ্ছে লাল শাপলা ফুল। বিশাল এলাকার বিলটি এখন লাল-সাদা শাপলার অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। লাল শাপলার সৌন্দর্যে মুগ্ধ হচ্ছে এলাকাবাসী। সৌন্দর্য উপভোগ করতে আসেপাশের উপজেলাসসহ বিভিন্ন স্থান থেকে বিলের ধারে ভিড় জমাচ্ছেন পর্যটকরা।

ফরিদপুর শহর থেকে প্রায় ৫০-৬০ কিলোমিটার দূরে উপজেলার প্রত্যন্ত অঞ্চল কোড়কদি ইউনিয়নের ধোপাডাঙ্গা-গাবুরদিয়া গ্রাম। মধুখালী উপজেলা সদর থেকে এর দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। যা লাল শাপলা রাজ্য হিসেবে পরিচিত।

সরেজমিনে গিয়ে জানা গেছে, প্রায় ৫০- ৬০ বছর বয়সী এ বিল এখন লাল-সবুজের লীলাভূমি। দূর থেকেই এর সৌন্দর্য নজর কাড়ে সবার। কাছে যেতেই মন ভুলিয়ে দেয় জাতীয় ফুল শাপলার সৌন্দর্য ও লতাপাতা গুল্মসহ লাল ও সাদা শাপলা।

কাছ থেকে দেখে মনে হবে লাল-গোলাপি মাখা অপরুপ সৌন্দর্য। প্রাকৃতিকভাবেই এই শাপলার অবারিত সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। রুপসী বাংলার এই সৌন্দর্যের প্রশংসা এখন গ্রাম ছাড়িয়ে পৌঁছে গেছে আসেপাশের উপজেলা গুলোতে।

বিলের পাড়ের বাসিন্দা কার্তিক কুমার জানান, বিশাল এলাকাজুড়ে গড়ে ওঠা বিলটির আকার ও দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। বিলে দু’ধরনের শাপলা জন্মে- লাল ও সাদা রঙের। তবে লাল শাপলাই বেশি। সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত প্রায় তিন মাস এ বিলে শাপলা ফোটে।
শাপলা এখন সবজি হিসেবেও বেশ জনপ্রিয়। শাপলা তুলে স্থানীয় বাজারে বিক্রি করে এলাকার অনেকেই এ সময় জীবিকা নির্বাহ করছেন।

ডিসেম্বর মাসে শুরুর দিকে শীতের মৌসুমে যখন পানি কমে যায় তখন সব শাপলা মরে যায়। ওই সময় কৃষকরা জমি পরিষ্কার করে ইরি ধান, পেঁয়াজ ও পাট চাষ করেন। পরবর্তী বছর শাপলার গোড়া ও মোথা থেকে আবার জন্ম নেয় লাল শাপলার।

মাসুদ নামের আরেক বাসিন্দা বলেন, ‘সাধারণত আগস্ট-নভেম্বর পর্যন্ত এখানে শাপলা ফোটে। আর শাপলা দেখতে হলে অবশ্যই খুব সকালে যেতে হবে। কারণ বেলা বাড়তেই শাপলা ফুল নিজেকে গুটিয়ে নেয়। অনেক ইউটিউবার বিলটি ঘুরে এর চিত্র ক্যামেরাবন্দী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে জায়গাটিক ভ্রমনের স্থান হিসাবে পরিচিত করিয়ে দিচ্ছে। এতে করে ‘শাপলার অপরূপ শোভা ও সৌন্দর্যে মুগ্ধ হয় অনেকে।

এলাকাবাসীর দাবী স্থানীয় প্রশাসন যদি লাল শাপলা বিলের দিকে একটু নজর দেন তাহলে হয়তো এখানে পর্যটকদের আনাগোনা ঘটতো।

মায়ের সাথে শাপলার বিলে ঘুরতে আসা ছোট্ট দর্শনার্থী আমাতুর রহমান সেহরিশ বলেন, ‘লাল শাপলার বিলে নৌকায় চড়ে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানোতে মজা অনেক।’

স্থানীয় চেয়ারম্যান মুকুল হোসেন রিক্ত বলেন, ‘এ শাপলার বিলটি ইউনিয়নের পরিচিতি বাড়িয়ে দিয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে এ বিষয়ে আলাপ আলোচনা করে এর সৌন্দর্য ধরে রাখার চেষ্টা করা হবে।’


এই বিভাগের আরো খবর