ময়মনসিংহের নান্দাইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে আজ বুধবার (২৮ অক্টোবর ) বিকালে উপজেলা সদরে উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বর্ণাঢ্য র্যালী বের হয় র্যালীটি ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড যাত্রী চাউনি এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় এসে মিলিত হয়।
এসময় উক্ত আলোচনা সভায় ময়মনসিংহ জেলা যুবদলের সাধারন সম্পাদক রবিউল করিম বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিগ্রেডিয়ার জেনারেল ডক্টর শামসুল ইসলাম সূর্য, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল,বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস সহ প্রমুখ।
এ সময় উক্ত অনুষ্ঠানে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।