ঝালকাঠির রাজাপুরে রাতের আধারে প্রবাসীর দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার সকালে থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী মনি আক্তার। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে উপজেলা সদরের রাজাপুর সরকারি কলেজর সামনে এ ঘটনা ঘটে।
মনি আক্তার অভিযোগ করে জানায়, এই জমি আমার স্বামী হানিফ মোল্লা ২০২৩ সালে ক্রয় করে। আমাদের সম্পত্তিতে একখানা দোকানঘর ছিলো। বৃহস্পতিবার রাতে স্থানীয় নূরুল হুদা লোকজন নিয়ে আমাদের দোকানঘর ভেঙ্গে দোকানের ভিতরে থাকা মালামাল লুটপাট করে নিয়ে যায়। এই জমি বিক্রেতা মো: সিদ্দিক এর সাথে মো:নূরুল হুদার জমি জমা বন্টন নিয়ে পূর্ব বিরোধ ছিলো এবং আদালতে মামলা চলমান রয়েছে। অভিযোগ পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে।
এ বিষয়ে জানার জন্য নূরুল হুদার ফোন নম্বরে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।
ঘটনাস্থান পরিদর্শন করে রাজাপুর থানার এস আই মিরাজ জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।