“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় শরণখোলা প্রেসক্লাবের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর MIPS প্রকল্প, যা এফসিডিও (FCDO)-এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (PFG) সদস্য আসমা আক্তার এবং সঞ্চালনা করেন MIPS প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।
আলোচনায় বক্তারা নারী নেতৃত্ব, সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় নারীর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। শেষে ২৩ সদস্য বিশিষ্ট নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন করা হয়। এতে আসমা আক্তারকে সমন্বয়ক ও ওয়াইপিএজি সদস্য প্রিয়াঙ্কাকে সহ-সমন্বয়ক নির্বাচিত করা হয়।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, নতুন এই প্ল্যাটফর্ম স্থানীয় পর্যায়ে শান্তি, সম্প্রীতি ও সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।