গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামে শত বছরের পুরনো সরকারি-গো হালট’ রাস্তা দখল করে মাটি বিক্রি ও দোকানপাট নির্মাণের অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করেছেন। এ সময় বক্তারা দ্রুত রাস্তা দখলমুক্ত করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানান।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে নগর হাওলা গ্রামের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের শতাধিক মানুষ অংশ নেন।
স্থানীয়রা জানান, গ্রামের প্রায় শতবর্ষী ওই সরকারি রাস্তাটি বহু বছর ধরে মানুষজন যাতায়াতের জন্য ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি একটি প্রভাবশালী মহল রাস্তা দখল করে মাটি বিক্রি ও নতুন স্থাপনা নির্মাণ শুরু করেছে। এতে অন্তত দুই শতাধিক পরিবারের চলাচল ব্যাহত হচ্ছে।
অভিযোগ রয়েছে, একটি দখলদার চক্র রাস্তার ওপর ঘরবাড়ি নির্মাণ, বাঁশঝাড় লাগানোসহ নানা অবকাঠামো স্থাপন করেছে। এতে পথটি পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে।
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা মো. রাকিব হাসান বলেন, এই রাস্তা দিয়ে আমরা আমাদের শিশুদের স্কুলে দেই, কৃষিপণ্য বাজারে নিয়ে যাই। এখন দখল করে আমাদের চলাচল বন্ধ করে দিয়েছে।
আরেক বাসিন্দা মনির হোসেন বলেন, এটি আমাদের পূর্বপুরুষদের ব্যবহৃত রাস্তা। আজ আমাদের এই কষ্ট দেখতে হচ্ছে, এটা খুবই দুঃখজনক।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, অভিযোগের কপি আমরা পেয়েছি। সরকারি রাস্তা কেউ দখল করে রাখতে পারবে না। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।