চট্টগ্রামের আনোয়ারায় মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে একই এলাকায় দুইজনের মৃত্যুতে হুন্দীপ পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। এক নম্বর বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এই গ্রাম এখন শোকে স্তব্ধ।
আজ মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. হাসান (৫৫)। পরিবার সূত্র জানায়, তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে ও অসংখ্য প্রিয়জন রেখে গেছেন।
এর আগে, সোমবার গভীর রাতে সৌদি আরবে মারা যান একই এলাকার প্রবাসী আব্দুল আওয়াল (৩৬)। কর্মস্থলে অবস্থানরত আওয়াল ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেন বলে পরিবারের সদস্যরা জানান। তার স্ত্রী ও এক বছরের একটি সন্তান রয়েছে।
হঠাৎ এভাবে পরপর দুইজনের মৃত্যুতে শোকে মুড়িয়ে রয়েছে পুরো হুন্দীপ পাড়া। এলাকাবাসী বলছেন, “এত অল্প সময়ে দুইজনকে হারানো মেনে নেওয়া কঠিন। পুরো এলাকাজুড়ে এখন শুধু শোক আর নিস্তব্ধতা।”