তৃণমূলনারী নেত্রীদের অসাধারণ নেতৃত্ব ও উদ্যোক্তা কার্যক্রমের স্বীকৃতি হিসেবে আমতলী ইয়ুথ হাবের সভাপতি মুক্তা রানী মুক্তি বেস্ট স্বপ্ন জয়া পুরস্কার পেয়েছে। ৮ নভেম্বর ঢাকার নাসেন্ট হোটেলে অ্যাকশন এইড বাংলাদেশ যুব ও ন্যায় ভিত্তিক সমাজ কর্মসূচির অধীনে স্বপ্ন জয়া কনক্লেভ ২০২৫ এ পুরস্কার প্রদান করেন। মুক্তি দীর্ঘ দিন ধরে উপকূলীয় অঞ্চলে জলবায়ু ঝুকি মোতাবেলায় যুবকদের নিয়ে কাজ করছেন।