সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক রাজধানীর গুলশান বনানীর স্পা সেন্টার নিয়ন্ত্রণ করছেন জাবেদ, বাহার ও শহীদ আনোয়ারায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত নান্দাইলে আচারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন সোনাতলায় পুলিশের বিশেষ অভিযানে ৩জন মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার- ৪ পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদলে যোগদান অনুষ্ঠান আমতলী ইসলামী আন্দোলন থেকে তিন’শ নেতা কর্মীর বিএনপিতে যোগ দেওয়ার তথ্য সঠিক নয় ঢাকাগামী ট্রেন স্টপেজ ও সংস্কারের দাবিতে মানববন্ধন কিশোরগঞ্জে মাদক মালার সাজাপ্রাপ্ত আসামী আটক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলেই শ্রমিকদের ভাগ্য বদলাবে গোয়াইনঘাটে গণসমাবেশে হাকিম চৌধুরী কাপ্তাইয়ে বরইছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান পালন বাংলাদেশ হবে একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও সুশাসিত দেশ : শরিফুল হক সাজু জলাভূমি ও জীববৈচিত্র্যবিধ্বংসী চায়না দুয়ারি জাল বন্ধের দাবিতে জেলেবন্ধন মেট্রোরেল পিলারের বিয়ারিং প্যাড ছিটকে পথচারীর মৃত্যু প্রকাশিত সংবাদে বিজিবির ব্যাখ্যা কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা রাজাপুরে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা নাসিম আকন কালকিনিতে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু ‎তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে গণসংযোগে আবু বকর সিদ্দিক স্পিনিং সেক্টরে সংকট: ভারতীয় সুতা ও গ্যাসের দাম প্রধান সমস্যা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে :আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন সালথা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামায়াতের সংবর্ধনা বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন আনোয়ারায় জামায়াতে ইসলামী’র নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দক্ষিণ রাউজান রক্ষিত গুহপাড়া শ্যামা সংঘের উদ্যোগে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত সোনাতলায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমনকে গ্রেফতার করেছে পুলিশ গাজীপুর সাফারি পার্কে শেষ জিরাফটির মৃত্যু, খাঁচা এখন শূন্য পাইকগাছায় কাজের অভাবে জন্ম ভিটা ছেড়ে হাজারো শ্রমিক যাচ্ছে ইটভাটায় কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন

কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? যা খেলে সহজেই আরাম পাবেন

অনলাইন ডেস্ক :
সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : ঈদ কিংবা বিয়ের অনুষ্ঠান—যে আয়োজনেই থাকুক না কেন, তাতে থাকে নানা ধরনের মাংসের আইটেম। এ ছাড়া দাওয়াত থাকে আত্মীয়স্বজনদের বাড়িতেও। খাওয়ার কোনো কমতি থাকে না। ফলে মাত্রাতিরিক্ত প্রোটিন ও তেল মসলার খাবার বেশি খাওয়া হয়ে যায় না চাইতেও। এ কারণে অনেকেই উৎসব পরবর্তী সময়ে কোষ্ঠকাঠিন্যে ভোগেন। আর এ সমস্যা দূর করতে আপনি কয়েক ধরনের বীজ নিয়মিত খেতে পারেন।

ইনস্টিটিউট অব মেডিসিন ইউএসএর তথ্যানুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে প্রোটিন দরকার ১ গ্রাম/কেজি বডি ওয়েট। অর্থাৎ একজন মানুষের ওজন যদি ৬০ কেজি হয়, আর তিনি যদি ভারি কোনো কাজ না করেন, তা হলে দিনে তার প্রোটিন দরকার ৬০ গ্রাম। এর চেয়ে বেশি হলেই কোষ্ঠকাঠিন্য দেখা দেবে। আর সে কারণে এই কোষ্ঠকাঠিন্য দূর করতে কয়েক ধরনের বীজ খাওয়া উচিত, তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে।

বেশিরভাগ বীজে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে, যার উচ্চ ফাইবার ও রেচক বৈশিষ্ট্য রয়েছে। কোষ্ঠকাঠিন্যের প্রভাব কার্যকরভাবে কমাতে সাহায্য করতে পারে এগুলো। বীজ পানিতে ভিজিয়ে খেতে পারেন। আবার খেতে পারেন অন্য উপায়েও। আর কোষ্ঠকাঠিন্য দূর করতে আপনি কোন কোন বীজ খাবেন জেনে নিন—

কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে দারুণ কার্যকর চিয়া বীজ। উচ্চ ফাইবার উপাদান এবং জেল তৈরির বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত এই বীজ। পানিতে ভিজিয়ে রাখলে চিয়া বীজ প্রসারিত হয় এবং জেলের মতো পদার্থ তৈরি করে, যা হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করতে পারে। এক গ্লাস পানির সঙ্গে ১-২ টেবিল চামচ চিয়া বীজ মিশিয়ে প্রায় ১৫ মিনিট রেখে দিন। পান করার আগে ভালো করে নাড়ুন। চাইলে এতে লেবুর রস মিশিয়ে নিতে পারেন।

এ ছাড়া ফাইবার ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড দিয়ে পরিপূর্ণ ফ্ল্যাক্সসিড বা তিসির বীজ। কোষ্ঠকাঠিন্যের জন্য একটি চমৎকার প্রাকৃতিক প্রতিকার এটি। এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড অন্ত্রকে লুব্রিকেট করতে সাহায্য করে, যার ফলে মলত্যাগ করা সহজ হয়। পাউডারের মতো মিহি গুঁড়া করে পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন এই বীজ। আবার সিরিয়াল, দই বা সালাদে ছিটিয়েও খেতে পারেন।

আবার কোষ্ঠকাঠিন্য দূর করতে তিলের বীজ খুবই কার্যকর। সিরিয়াল বা সালাদের সঙ্গে খেতে পারেন তিলের বীজ। এ ছাড়া গুঁড়ো করে স্ন্যাকসের ওপর ছিটিয়েও খাওয়া যায়।

সাইলিয়াম বীজ বা ইসুবগুল প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে। এগুলোতে দ্রবণীয় ফাইবার থাকে, যা অন্ত্রে ফুলে যায় এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। এক গ্লাস পানির সঙ্গে ১-২ চা চামচ ইসুবগুলের ভুসি মিশিয়ে ভালো করে নাড়ুন এবং সঙ্গে সঙ্গে পান করুন। নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়।

মেথি বীজ হজমে সহায়তা এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এই বীজে মিউকিলাজিনাস বৈশিষ্ট্য রয়েছে, যার অর্থ তারা অন্ত্র তৈলাক্ত করতে সাহায্য করে। ১-২ টেবিল চামচ মেথি বীজ সারারাত এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন এবং সকালে এটি পান করুন।

এ ছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করতে আরও কিছু সমাধানের উপায় আমরা খুঁজে পেয়েছি। তা প্রয়োগ করা যেতে পারে। এই যেমন কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা উচিত। আর নিয়মিত ব্যায়াম করা উচিত। এ ছাড়া প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট হাঁটলেও উপকার পাওয়া যায়।

আর অত্যধিক মাংস খাওয়া যাবে না। দিনে ১০০-১৫০ গ্রামের বেশি না খাওয়াই ভালো। যেদিন বেশি মাংস খাওয়া হবে, সেদিন সঙ্গে শাকসবজি, গাজর, শসা— এসবও মেন্যুতে রাখবেন। দইয়ের মতো প্রিবায়োটিক খান। এগুলো অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার উপস্থিতি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। আবার কোষ্ঠকাঠিন্য উপশম করতে পুদিনা চা বা আদা চায়ের মতো ভেষজ চা পান করতে পারেন।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর