বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় বিএনপি’র জনসভা ও গণ মিছিল ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় ধানের শীষ প্রতীকের র‍্যালি ও সমাবেশ জনসমুদ্রে পরিনত বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রে অগ্নিনির্বাপন মহড়া চেয়ারম্যান আব্দুল আলীমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি  সাতক্ষীরায় ধানের শীষ প্রতীকের র‍্যালি ও সমাবেশ জনসমুদ্রে পরিনত  সালথায় ভ্রাম্যমান আদালতের অভিযান: বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার মেশিন ধ্বংস সালথায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ  শেরপুরের নালিতাবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পূর্ব সুন্দরবনে ঠান্ডায় জেলের মৃত্যু সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদার আর নেই নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা পাইকগাছায় শীতকে স্বাগত জানিয়ে কুমড়া বড়ি তৈরি কাজে ব্যস্ত সময় পার করছেন নারীরা  মুন্সীগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল, তিন পুলিশ ক্লোজড ‎দুর্গাপুরে সার পাচারের সময় জনতার হাতে আটক ব্যবসায়ী আরও ৫ মামলায় আইভী গ্রেফতার নেক্সট-লেভেল কোয়ালিটি নিশ্চিতের প্রতিশ্রুতি হিসেবে ‘অ্যাপেক্স গার্ড’ নিয়ে আসার ঘোষণা দিলো অপো আনোয়ারায় একই এলাকায় দুইজনের মৃত্যু তেলিহাটি ইউপির সংরক্ষিত মহিলা সদস্যেরা বিএনপিতে যোগদান প্রতিপক্ষের লোকজনকে মারধর করে উল্টো তাঁদের বিরুদ্ধেই হয়রানিমূলক মামলা রাজাপুরে সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রত্যাশী আহাদ শিকদারের মতবিনিময় খাদ্যে অননুমোদিত ‘গোলাপজল’ ও ‘কেওড়া জল’ ব্যবহারে সতর্কতা আইনের শাসন প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত :আসম রব সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে কাঁঠালিয়ায় ছাত্রদলের মশাল মিছিল বিক্ষোভ শেষে মিষ্টি বিতরণ, শ্রীপুরে বিএনপি নেতাকর্মীদের উল্লাস শেরপুরে শেখ হাসিনার মৃত্যুদন্ডে আনন্দ মিছিল ; মিষ্টি বিতরণ নবীনগরে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার-২ দায়িত্ব গ্রহণ করেছেন নবাগত ডিসি রায়হান কবির ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতির পদ ফিরে পেলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি সিলেট-৪ হাকিম চৌধুরীকে ধানের শীষের মনোনয়ন দাবিতে কোম্পানীগঞ্জে মিছিল

খাদ্যে অননুমোদিত ‘গোলাপজল’ ও ‘কেওড়া জল’ ব্যবহারে সতর্কতা

ঢাকা প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

বাজারে খাদ্যপণ্যে ব্যবহারের উপযোগী দাবি করে বিভিন্ন ব্র্যান্ডের ‘গোলাপজল’ ও ‘কেওড়া জল’ নামক সুগন্ধি বিক্রি বাড়ছে। লেবেলে ‘খাবার উপযোগী’, ‘ফুড গ্রেড’, ‘খাদ্য আইন অনুসরণ করে প্রস্তুত’, এমনকি ভেজিটেরিয়ান খাদ্য নির্দেশক সবুজ চিহ্ন ব্যবহার করে এগুলোকে নিরাপদ বলে প্রচার করা হচ্ছে। কিন্তু এসব দাবির পেছনে রয়েছে বড় ধরনের বিভ্রান্তি ও জনস্বাস্থ্যঝুঁকি—এমনই সতর্কতা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্প্রতি বাজারে পাওয়া পণ্যের লেবেল পর্যবেক্ষণে দেখা গেছে, বহু গোলাপজল ও কেওড়া জলের বোতলে উপাদান হিসেবে শুধু “বিশুদ্ধ পানি” ও “গোলাপ/কেওড়া ফ্লেভার” বা কেবল “ফ্লেভার (Flavour)” লেখা রয়েছে। এতে বোঝার উপায় নেই সুগন্ধি তৈরিতে ঠিক কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছে। ফলে ক্রেতা ও খাদ্য ব্যবসায়ীদের মাঝে তৈরি হচ্ছে বিভ্রান্তি।

খাদ্য নিরাপত্তা আইন, ২০১৩-এর ২৭ ও ৩২ ধারায় বলা আছে—খাদ্যে অননুমোদিত সংযোজন দ্রব্য ব্যবহার কিংবা সঠিক লেবেলিং না করা আইনত দণ্ডনীয় অপরাধ। অথচ সাম্প্রতিক সময়ে গোলাপজল ও কেওড়া জল উৎপাদনকারী কয়েকটি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে দেখা গেছে উদ্বেগজনক তথ্য। এসব কারখানায় অনুমোদনহীন রাসায়নিক—এমনকি কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত রাসায়নিক পদার্থ পর্যন্ত মিশিয়ে সুগন্ধি প্রস্তুত করা হচ্ছিল।

গোলাপজল তৈরিতে ব্যবহৃত অননুমোদিত কেমিক্যাল এবং কেওড়া জলে মেশানো ডায়ালাইসিস দ্রব্য জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

এমতাবস্থায় ‘মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালা, ২০১৭’ অনুযায়ী যেসব সুগন্ধির লেবেলে ‘অনুমোদিত প্রাকৃতিক’, ‘অনুমোদিত কৃত্রিম’ বা ‘অনুমোদিত প্রাকৃতিক ও কৃত্রিম’ সুগন্ধি—এ ধরনের অভিব্যক্তি স্পষ্টভাবে উল্লেখ নেই এবং কৃত্রিম সুগন্ধিতে ব্যবহৃত দ্রব্যের সাধারণ নাম ও ইনডেক্স (INS) নম্বর দেয়া নেই—এমন পণ্য উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ থেকে বিরত থাকার জন্য সকল প্রস্তুতকারককে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া রেস্টুরেন্ট, বেকারি, কমিউনিটি সেন্টার, ক্যাটারিং সার্ভিসসহ সব ধরনের খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হয়েছে—অপ্রমাণিত ও ভুল লেবেলযুক্ত সুগন্ধি কোনোভাবেই খাবারে ব্যবহার করা যাবে না।

সাধারণ ভোক্তাদের উদ্দেশে বলা হয়েছে, যথাযথ লেবেলিং ছাড়া কোনো ধরনের গোলাপজল বা কেওড়া জল খাদ্যে ব্যবহার বা ক্রয় থেকে বিরত থাকতে হবে। সুগন্ধির নামে ভেজাল রাসায়নিক যেন আপনার খাবারে না পৌঁছায়—তা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।


এই বিভাগের আরো খবর