‘সচেতন চালকই নিরাপদ সড়কের মূল শক্তি, গাজীপুরের সালনা হাইওয়ে থানার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আজ (২২ অক্টোবর) সকালে এক বর্ণাঢ্য জনসচেতনতামূলক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। “সড়কে দুর্ঘটনা নয়, শৃঙ্খলাই হোক সংস্কৃতি”—এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন হাইওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চালক, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবহন শ্রমিক ও সাধারণ পথচারীরা।
র্যালিটি সালনা হাইওয়ে থানার আওতাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার বাজার নতুন বাজার এলাকাসহ বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। পথসভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়াতে হলে সবাইকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে নিয়ম মেনে চলতে হবে। চালকদের গতি নিয়ন্ত্রণ, ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো এবং মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তাঁরা।
সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বলেন, সড়কে প্রতিটি প্রাণ অমূল্য। দুর্ঘটনা কমাতে হলে সবাইকে সড়ক আইন মেনে চলতে হবে। হাইওয়ে পুলিশ নিয়মিতভাবে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে এবং জনগণের সহযোগিতাই এই প্রচেষ্টাকে সফল করবে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউদ্দিন খান, সালনা হাইওয়ে থানার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং বিভিন্ন পরিবহন সংগঠনের প্রতিনিধিরা।