বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় বিএনপি’র জনসভা ও গণ মিছিল ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় ধানের শীষ প্রতীকের র‍্যালি ও সমাবেশ জনসমুদ্রে পরিনত বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রে অগ্নিনির্বাপন মহড়া চেয়ারম্যান আব্দুল আলীমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি  সাতক্ষীরায় ধানের শীষ প্রতীকের র‍্যালি ও সমাবেশ জনসমুদ্রে পরিনত  সালথায় ভ্রাম্যমান আদালতের অভিযান: বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার মেশিন ধ্বংস সালথায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ  শেরপুরের নালিতাবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পূর্ব সুন্দরবনে ঠান্ডায় জেলের মৃত্যু সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদার আর নেই নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা পাইকগাছায় শীতকে স্বাগত জানিয়ে কুমড়া বড়ি তৈরি কাজে ব্যস্ত সময় পার করছেন নারীরা  মুন্সীগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল, তিন পুলিশ ক্লোজড ‎দুর্গাপুরে সার পাচারের সময় জনতার হাতে আটক ব্যবসায়ী আরও ৫ মামলায় আইভী গ্রেফতার নেক্সট-লেভেল কোয়ালিটি নিশ্চিতের প্রতিশ্রুতি হিসেবে ‘অ্যাপেক্স গার্ড’ নিয়ে আসার ঘোষণা দিলো অপো আনোয়ারায় একই এলাকায় দুইজনের মৃত্যু তেলিহাটি ইউপির সংরক্ষিত মহিলা সদস্যেরা বিএনপিতে যোগদান প্রতিপক্ষের লোকজনকে মারধর করে উল্টো তাঁদের বিরুদ্ধেই হয়রানিমূলক মামলা রাজাপুরে সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রত্যাশী আহাদ শিকদারের মতবিনিময় খাদ্যে অননুমোদিত ‘গোলাপজল’ ও ‘কেওড়া জল’ ব্যবহারে সতর্কতা আইনের শাসন প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত :আসম রব সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে কাঁঠালিয়ায় ছাত্রদলের মশাল মিছিল বিক্ষোভ শেষে মিষ্টি বিতরণ, শ্রীপুরে বিএনপি নেতাকর্মীদের উল্লাস শেরপুরে শেখ হাসিনার মৃত্যুদন্ডে আনন্দ মিছিল ; মিষ্টি বিতরণ নবীনগরে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার-২ দায়িত্ব গ্রহণ করেছেন নবাগত ডিসি রায়হান কবির ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতির পদ ফিরে পেলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি সিলেট-৪ হাকিম চৌধুরীকে ধানের শীষের মনোনয়ন দাবিতে কোম্পানীগঞ্জে মিছিল

দায়িত্ব গ্রহণ করেছেন নবাগত ডিসি রায়হান কবির

মাহফুজ জাহিদ,নারায়ণগঞ্জ
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:২২ অপরাহ্ন

নারায়ণগঞ্জে নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মো. রায়হান কবির। আজ সোমবার (১৭ নভেম্বর) দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন যাত্রা শুরু করেছেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক রদবদল প্রজ্ঞাপনের ভিত্তিতে তার এ পদায়ন কার্যকর হয়।

এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের জনবিভাগে উপ-সচিব পদে দায়িত্ব পালন করছিলেন। নতুন নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো তিনি জেলা পর্যায়ে সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত হলেন। প্রজ্ঞাপন প্রকাশের পর থেকেই জেলার প্রশাসনিক মহলে নতুন ডিসি’কে নিয়ে জনমনে আগ্রহ তৈরি হয়। কর্মকর্তাদের নিয়মিত রোটেশন ব্যবস্থার অংশ হিসেবে এই বদলি প্রশাসনিক ধারাবাহিকতা আরও গতিশীল করবে বলে মনে করছেন কর্মরত কর্মকর্তারা।

কর্মজীবনে মো. রায়হান কবির সেবা, আইসিটি, আবেদন ও তহবিল এবং সংবিধান ও আইন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন। মন্ত্রণালয় সূত্রের বরাতে জানা যায়, সুশাসন প্রতিষ্ঠা, কার্যকর সমন্বয় এবং দ্রুত জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি সুপরিচিত। দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, নারায়ণগঞ্জকে একটি সমন্বিত, আধুনিক ও নাগরিকবান্ধব জেলায় রূপান্তরিত করতে তিনি কাজ করে যাবেন। উন্নয়ন প্রকল্পের সঠিক তদারকি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সরকারি সেবার মান বাড়ানো অগ্রাধিকার পাবে।

যোগদানের পর থেকে জেলার বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ নতুন জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। মেধা,প্রজ্ঞা,অভিজ্ঞতা ও পেশাদারিত্ব নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেবেন নবাগত ডিসি।এমনটাই প্রত্যাশা তাদের।

সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মানবিক উদ্যোগ, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং প্রশাসনিক দক্ষতার জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। ফলে নতুন ডিসি’কে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী দ্রুতই জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, মাঠ প্রশাসনের কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা শুরু করবেন তিনি।


এই বিভাগের আরো খবর