ফরিদপুরের নগরকান্দা আইডিয়াল স্কুলের বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের ২০২৫ শিক্ষাবর্ষের শেষান্তে অত্যন্ত আনন্দময় ও কোলাহল পূর্ণ পরিবেশে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতানুগতিক ক্লাসের একঘেয়েমি দুর করতেই এই অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষার্থীরা।
২৩ নভেম্বর ২০২৫ রবিবার প্লে থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস পার্টিতে অংশগ্রহণ করে। প্রথম ধাপে সকাল ৯ ঘটিকা থেকে ১০ ঘটিকা পর্যন্ত প্লে হতে ৫ম শ্রেণি এবং দ্বিতীয় ধাপে দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস পার্টি উদযাপন করে। শ্রেণি ভিত্তিক কেক কেটে আনুষ্ঠানিকভাবে ক্লাস পার্টির উদ্বোধন করেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য গোলজার আহমেদ শরীফ, সিনিয়র শিক্ষক হাফিজুর রহমান, ইমরুল হাসান,মিনহাজুল ইসলাম, চামেলী আক্তারী, মুন্নি আক্তার মীম, শিউলি আক্তার, রুমা সরকার, মিতু আক্তার,
সুজন শেখ, রবিউল ইসলাম সহ অন্যান্য শিক্ষক
মন্ডলী ও অভিভাবক বৃন্দ ।
অতিথি বৃন্দ ও শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক ও উজ্জীবনী বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীদের পরিবেশনায় নাচে-গানে, আবৃত্তি ভাবের আদান-প্রদান ইত্যাদির মধ্য দিয়ে জমে ওঠে ক্লাস পার্টি। সবশেষে খাবার পরিবেশন করা হয়।