নবীন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করতে নতুন পদক্ষেপ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উৎসবমুখর পরিবেশে কৃষি মন্ত্রনালয়ের উদ্যোগ “তারুণ্যের উৎসব ২০২৫” এর কার্যক্রম উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোস্তফা এমরান হোসেন। সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জনাব শাহআলম মজুমদারের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, কৃষক ও জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ।
শহীদ কামরুল মিয়ার পিতা জনাব নান্নু মিয়া জানান, সরকারের এই উদ্যোগে আমরা সাধুবাদ জানাই। কৃষিতে তরুণদের অংশগ্রহণ খাদ্য উৎপাদনে ভূমিকা রাখবে।
জনাব সাইফুল্লাহ জানান, তরুণদের কৃষিতে আগ্রহী করতে প্রশিক্ষণ কার্যক্রম ইতিবাচক। এই ধরনের কার্যক্রম কিংবা সামাজিক কাজে তরুণদের উপস্থিতি নিশ্চিত করলে দেশের আর্থসামাজিক উন্নয়ন হবে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের কৃষি কর্মকর্তা বলেন, “তরুণ প্রজন্মকে কৃষির সঙ্গে যুক্ত করতেই এই বীজ বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। কৃষিতে আধুনিক প্রযুক্তি ও নবীন চিন্তাধারার সংযোজন ভবিষ্যতের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করবে।”
ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোস্তফা এমরান হোসেন জানান সরকার আধুনিক কৃষিতে তরুণ এবং শিক্ষিত শ্রেনীকে আকৃষ্ট করতে নানামূখী পদক্ষেপ নিচ্ছেন। বাণিজ্যিক কৃষিতে তাদের পদচারণা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা দিতে কৃষি মন্ত্রনালয় কাজ করছে।
উপজেলা সূত্র জানায়, এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, কৃষক ও জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ ২০ জনের মাঝে বীজ বিতরণ করা হয়।