ঝালকাঠি–১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র মনোনয়ন প্রত্যাশী ফিনল্যান্ড শাখার আহ্বায়ক আহাদ শিকদার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার সন্ধ্যায় স্থানীয় রয়্যাল ক্যাফেতে এ মতবিনিময় সভা করেছেন। সভায় তিনি আধুনিক, সমৃদ্ধ ও মানবিক রাজাপুর–কাঠালিয়া গঠনের লক্ষ্যে সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ১৫ দফা অঙ্গীকার পাঠ করেন।
আহাদ শিকদার বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে ঘোষিত ১৫ দফা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টায় কাজ করব। আর নির্বাচিত না হলেও আজীবন সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।