রাউজানে সনাতন বিদ্যার্থী সংসদ, রাউজান শাখার আয়োজনে ও শ্রী শ্রী কালী পূজা উপলক্ষে সংগঠনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। দিবসটি ঘিরে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, ১০৮ প্রদীপ প্রজ্বলন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৫।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রায় ১০০ জন শিক্ষার্থী, যারা বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে প্রতিযোগিতা করে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাউজানের স্থানীয় শ্রী শ্রী দূর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা লতা কলেজের সম্মানিত অধ্যাপক রাজীব বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত দাশ গুপ্ত, সুজন দাশ, ও রাউজান কলেজের প্রভাষক টুম্পা দে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সনাতন বিদ্যার্থী সংসদ রাউজান শাখার সভাপতি শ্রীমান দাশ শুভ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য সাগর দাশ, সাগর দাশ বাবু, বিপ্লব দাশ, অমর কৃষ্ণ দাশ, শান্তু বনিক, জয়শ্রী বৈষ্ণব, জুমা দাশ, তীর্থ, নিলয়সহ অসংখ্য ভক্তবৃন্দ ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সূচনায় ভক্তবৃন্দের উপস্থিতিতে দামোদর ১০৮ প্রদীপ প্রজ্বলন করেন, যা দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে সেরা ১০০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
পুরো আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন হয় সনাতন বিদ্যার্থী সংসদ, রাউজান, চট্টগ্রাম-এর উদ্যোগে।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করেন সূর্য সংগ্রাম সংসদ এবং শ্রী শ্রী দূর্গা ও কালী মন্দির পরিচালনা পরিষদ।
দিনব্যাপী এই আয়োজনটি ছিল ভক্তি, আনন্দ ও সাংস্কৃতিক সৌন্দর্যে ভরপুর—যা রাউজানের সাংস্কৃতিক অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে।