টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তনখোলা পল্টনপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সৌদি প্রবাসী লাবু মিয়ার(৩৭) ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, হঠাৎ ঘরে আগুন লাগলে মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় কেউ কিছুই বের করতে পারেননি। আগুনে ঘরের সব আসবাবপত্র, পোশাক, শিশুদের বই-খাতা, কাপড়চোপড়, নগদ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ সবকিছুই পুড়ে যায়।
লাবু মিয়ার স্ত্রী নাজমা বেগম (৩০) বারবার অজ্ঞান হয়ে পড়ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের দুইটি ছোট মেয়ে রয়েছে। পরিবারটির দাবি, অগ্নিকাণ্ডে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। ফলে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।
সখীপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা লুৎফর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারটিকে সরকারি সহায়তার আওতায় আনার দাবি জানিয়েছেন প্রতিবেশী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।