শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনীতির নামে সন্ত্রাস-জমি দখল চলবে না, খোরশেদুল আলম নবীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ভয়াবহ হামলা, সমসু মিয়ার দুই পা ভাঙল দুর্বৃত্তরা আমতলীর ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন ও সমাবেশ রাউজানে শ্রীশ্রী মহামায়া পরিষদের আয়োজনে ৩২ তম সর্বজনীন শ্যামা পূজা সম্পন্ন রাউজানে চিকদাইর সবুজ সংঘের উদ্যোগে শ্যামা পূজা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনার ১১ লাখ পিচ ব্রেড জব্দ ইন্দুরকানীতে মোবাইলে কথা বলতে নিষেধ করায় এক শিক্ষার্থীর আত্মহত্যা শিক্ষক অধিকার আন্দোলনে সাহসী নেতৃত্বে প্রশংসায় ভাসছেন গোয়াইনঘাটের নুরুল আমিন হেলালী পাইকগাছায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অবস্থান লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে বন্দুক ও মাদক দ্রব্যসহ গ্রেপ্তার-১ আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭ জন আটক নভেম্বরের শেষ দিকে একটা চমৎকার নির্বাচনী পরিবেশ তৈরি হবে: ডিএমপি কমিশনার সালথায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক মুন্সীগঞ্জের সাবেক প্যানেল মেয়র সাজ্জাদ সাগর গ্রেপ্তার, ১০ দিনের রিমান্ড বিএনপি ক্ষমতায় গেলে সামাজিক উন্নয়ন কর্মকান্ডে ইমামদের সম্পৃক্ত করবে হাকিম চৌধুরী বেতন বকেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে গাজীপুরে মহাসড়ক অবরোধ বোয়ালখালীতে পলাতক ইউপি চেয়ারম্যান কাজলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে এসি ল্যান্ড অসুস্থ বাবার জমি হেবা দলিল করে নিলেন ছেলে, নামজারি স্থগিতের আবেদন রাজাপুরে মামলা প্রত্যাহার করে সাবেক ইউপি সদস্য’র মুক্তির দাবিতে মানববন্ধন জামালপুরে ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে চান শেখ রফিকুল ইসলাম বাবলু, স্থানীয়দের প্রশ্ন ১৭ বছর কোথায় ছিলেন তিনি উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নবীনগরে তারুণ্যের উৎসবে কৃষি বিভাগের উদ্যোগে বীজ বিতরণ কুড়িগ্রাম-৪ আসনে ভোটের মাঠে জোয়ার তুলেছেন বিএনপি নেত্রী মমতাজ হোসেন লিপি কিশোরগঞ্জে মাদক মালার সাজাপ্রাপ্ত আসামী আটক স্কাউটস সার্বিক শিক্ষায় অবদান রাখছে- সহ: কমিশনার জাতীয় সংসদ নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র চলছে: আব্দুস সালাম সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত দেশেই উৎপাদন হবে বালাইনাশক শ্রীপুরে পথচারীদের মুখে হাসি ফোটাতে হাসান হাবীবের উদ্যোগ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে বদ্ধপরিকর : বি এম মিজানুল হাসান সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে হেলমেট বিতরণ ও সচেতনতা সভা

সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এ চার্জশিট দেওয়া হয়।

সোমবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। ২০২৪ সালের ১৬ অক্টোবর কমিশনের উপ পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি করেন। পরে সেটি তদন্ত করেন সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম।

তদন্তে দেখা যায়, আসামি মহিউদ্দিন আহমেদ দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৬ লাখ ৩৭ হাজার ৬৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। একই সঙ্গে অসৎ উপায়ে অর্জিত অর্থ দ্বারা ৩ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ৫২৯ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখেছেন।

এছাড়াও আসামির ঘোষিত স্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ৮৩ হাজার ১৩২ টাকা বলা হলেও যাচাইয়ে পাওয়া যায় ২ কোটি ৪২ লাখ ৩৪ হাজার ৬৯৭ টাকার সম্পদ। এছাড়া অস্থাবর সম্পদ হিসেবে ঘোষিত ২ কোটি ৯৬ হাজার ২০১ টাকার বিপরীতে পাওয়া যায় ২ কোটি ৭০ লাখ ১৮ হাজার ৫১৬ টাকার সম্পদ।

মোট হিসেবে তার ঘোষিত সম্পদের তুলনায় ৪৬ লাখ ৩৭ হাজার ৬২ টাকার সম্পদ গোপনের তথ্য পাওয়া যায়। তদন্তে তার অর্জিত ও ব্যয়সহ মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১০ কোটি ২১ লাখ ৪ হাজার ৬৭৩ টাকা। এর মধ্যে বৈধ আয়ের উৎস হিসেবে গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ৬ কোটি ৬৫ লাখ ৬৪ হাজার ১৪৪ টাকা, যা জ্ঞাত আয়ের ৩৪.৮০ ভাগের বেশি।

মামলার তদন্ত প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, তিনি বাংলাদেশ সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অবৈধ উপার্জন করেন এবং সেই অর্থ ব্যবসার ছদ্মাবরণে বৈধ করার চেষ্টা করেন।

দুদকের অনুমোদন অনুযায়ী, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী চার্জশিট দাখিল করা হয়েছে।


এই বিভাগের আরো খবর