ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে অসচ্ছল চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও পুলিশ সুপার মো. আক্তার হোসেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ফ্রি চিকিৎসা ক্যাম্পে সদর উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এতে পৌরসভার অস্বচ্ছল চক্ষু রোগীদের সেবা দেয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিন জানান, লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতি ও সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের পরিচালনায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালিত হচ্ছে। চিকিৎসা ক্যাম্পের চোখের বিভিন্ন রোগ শনাক্ত করে চিকিৎসা ও ওষুধ দেয়া হচ্ছে। যেসব জটিল রোগীর লেন্স ও সানি অপারেশনের প্রয়োজন হবে নোয়াখালী গ্রামীণ কমিটির চক্ষু হাসপাতাল ও ফেকু সেন্টারে তাদের বিনামূল্যে অপারেশন করা হবে।
আয়োজকদের প্রত্যাশা, এ ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা দেয়া হবে এবং পর্যায়ক্রমে ২০০০ রোগীকে এই ফ্রি চিকিৎসা সেবা দেয়া হবে।
প্রসঙ্গত, আগামী ৯ ফেব্রুয়ারি লক্ষীপুর পৌরসভার বাঞ্চানগরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৬ ফেব্রুয়ারি লক্ষীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে লক্ষ্মীপুর পৌরসভার অপর ১০টি ওয়ার্ডের ফ্রি চিকিৎসা মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ঢাকাপ্রতিদিন/এআর