বাংলাদেশের ৬৮ হাজার গ্রাম বাংলার উন্নয়নের অগ্রদূত, উপজেলা ব্যবস্থার প্রবর্তক ও পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের স্মরণে ২৩ অক্টোবর “উপজেলা দিবস” উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব জাকির হোসেন খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আহ্বায়ক, জামালপুর জেলা জাতীয় পার্টি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র এডভোকেট নজরুল ইসলাম, কাজী খোকন, যুগ্ম আহ্বায়ক জেলা জাতীয় পার্টি, ডাঃ ইয়াসিন আলী আকন্দ, মামুনুর রশীদ মামুন, যুগ্ম আহ্বায়ক জেলা জাতীয় পার্টি। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন এডভোকেট আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক জেলা জাতীয় পার্টি। সভায় বক্তারা বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও গ্রামীণ উন্নয়নের অন্যতম স্থপতি। তাঁর দূরদর্শী চিন্তা ও উদ্যোগেই দেশের সর্বত্র উপজেলা পদ্ধতি চালু হয়, যা তৃণমূলের জনগণকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করেছে।
আলোচনা সভায় জেলা ও উপজেলা জাতীয় পার্টি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।