সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আল-আমিন পরোয়ানাভুক্তকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার (২ নভেম্বর) দুপুর ১২ টার সময় তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত হলেন- পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি দেশীগ্রাম ইউনিয়নের বড় মাঝ দক্ষিণা গ্রামের মোঃ ছাইফুল ইসলামের ছেলে আল-আমিন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, আজ শনিবার দুপুরে এ.এ আই অমল চন্দ্র ও এ.এ আই মন্টু মিয়ার নেতৃত্ব পুলিশ নিয়ে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত বিজ্ঞ আদালতের পরোয়ানাভুক্ত আসামী আল-আমিনকে গ্রেফতার করা হয়েছে। পরে শনিবার বিকালে তাকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।