ময়মনসিংহের নান্দাইলে পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে আলহাজ্ব জালাল মাস্টারের সার্বিক অর্থায়নে ও বঙ্গবন্ধু নৌকা সমর্থক গোষ্ঠীর আয়োজনে আজ শুক্রবার উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের হালিউড়া আলহাজ্ব জালাল উদ্দীন মাস্টারের নিজ বাড়ীতে ৩ হাজার নারী পুরুষের মাঝে দিন ব্যাপী এই ঈদ উপহার ও ইমামদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে এসময় উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বঙ্গবন্ধু নৌকা সমর্থক গোষ্ঠীর নবগঠিত কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে ও হালিউড়া বায়তুল আহাদ জামে মসজিদের খতীব মুফতী আবু রায়হান আবদীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক উপদেষ্ঠা বঙ্গবন্ধু নৌকা সমর্থক গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব জালাল উদ্দীন মাস্টার, এছাড়াও বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনছার্জ আব্দুল মজিদ,বঙ্গবন্ধু নৌকা সমর্থক গোষ্ঠীর উপদেষ্ঠা বিএসসি আব্দুল হালিম,বঙ্গবন্ধু নৌকা সমর্থক গোষ্ঠীর নবগঠিত কমিটির সাধারন সম্পাদক মোনায়েম হোসেম ভূঁইয়া,ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান সাজন,সাংবাদিক হাফিজ উদ্দীন,ডা,রায়হানা ইসলাম, আবুল হাসেম মাস্টার,কৃষকলীগ নেতা আফতাব উদ্দীন সহ প্রমুখ।
এসময় উপজেলার উপকারভোগী,দলীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।