রাজশাহীর পুঠিয়া উপজেলার পঙ্গু শিশু নিকেতন সমন্বিত অবৈতনিক কলেজের গভর্নিং বডির নতুন অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
এতে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক পৌরসভার মেয়র আল মামুন খান’কে সভাপতি ও আতিকুর রহমানকে বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে।
গতকাল রোববার (৩ নভেম্বর) বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আবদুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
তবে আগামী ৬ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার বাধ্যবাধকতা রয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এদিকে নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ চাঁন্দ মোহাম্মদ ও এলাকাবাসী।