বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
যেসব এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস তফসিল অক্টোবর নভেম্বরে বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী’ স্টলের ঘটনা তদন্তে কমিটি গঠন গুরুত্বপূর্ণ প্রকল্প এবং সংস্কারে মার্কিন অব্যাহত সহায়তা কামনা প্রধান উপদেষ্টার আয়ারল্যান্ড বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে বিশেষজ্ঞ দল পাঠাতে আগ্রহী : দূত শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে ফের যুদ্ধ : নেতানিয়াহু আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা বরখাস্ত হলেন ইউএসএআইডির মহাপরিদর্শক আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করার অধিকার রাখে না : ইশরাক বিজ্ঞানীদের সন্ধানে ছয় কোটি ৯০ লাখ বছরের পুরানো পাখির বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আমদানি-রপ্তানি কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হবে ইসলামিক ফাউন্ডেশন বুক কর্নার : ইফা যমুনা সেতুতে আজ থেকে ট্রেন চলাচল বন্ধ অপারেশন ডেভিল হান্ট, গ্রেফতার আরও ৬০৭ জন নিজ বাসা থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে নৌকাসহ ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে ইবিএল-সিডিএ চুক্তি স্বাক্ষর অনূর্ধ্ব-১৭ ফুটবলে খুলনা বিভাগ চ্যাম্পিয়ন মাগুরা মাউশির ডিজির প্রত্যাহার দাবিতে ফের শিক্ষা ভবন ঘেরাও হাঁস না মুরগির ডিম, কোনটি বেশি উপকারী, যা বলছেন পুষ্টিবিদ ডেঙ্গু আক্রান্ত ১ জনের মৃত্যু কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দেয়ার অভিযোগ শিক্ষা হোক বাস্তব ও জীবনমুখী কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে সাবিলার এক গ্লোয়িং সন্ধ্যা আতিকুলসহ ছয়জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ চাচাকে হত্যা করে নদীতে ফেলা দেয় ভাতিজা, ১২ দিন পর মরদেহ উদ্ধার রানী এলিজাবেথ যে গুড় খেয়ে মুগ্ধ হয়েছিলেন হুটহাট করে জামিন না দেয়ার আহ্বান আসিফ নজরুলের চলমান অভিযানের পর আর কোনো ডেভিল থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

পোশাকশিল্পের সক্ষমতা বাড়াতে হবে

মো. মহিউদ্দিন রুবেল
বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৮:০১ অপরাহ্ন

সম্প্রতি পোশাকশিল্প নিয়ে যারা ভাবেন ও গবেষণা করেন, এমন কতিপয় অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে এই শিল্পের মূল অগ্রাধিকারগুলো নিয়ে আলাপ-জালোচনা করার সুযোগ লাভ করেছি। তারা এই শিল্পকে স্বাভাবিক গতিধারায় ফিরিয়ে আনা এবং নিকট ভবিষ্যতে বিশ্বে শীর্ষস্থান অর্জনের জন্য এর প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। বৈশ্বিক ফ্যাশন বাজারে নেতৃত্ব প্রদানে আমাদের আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি করতে হবে।

বিশেষ করে এই মুহূর্তে কাস্টমস প্রক্রিয়াগুলো সহজীকরণ করা দরকার। প্রতিযোগিতায় আরো সক্ষমতা অর্জনের জন্য পণ্য খালাসের সময়সীমা ১০-১৫ দিন থেকে কমিয়ে আনা অত্যাবশ্যক। শনিবারসহ সপ্তাহে ছয় দিন শুল্ক কার্যক্রম চালু রাখা হলে এবং কায়িক পদ্ধতিতে বিরাজমান প্রতিবন্ধকতাগুলো কমিয়ে ডিজিটাল ব্যবস্থা প্রবর্তন বরা হলে দক্ষতা বাড়বে। গাজীপুরের মতো শিল্প অধ্যুষিত এলাকাগুলোতে পণ্য পরিবহনে অহেতুক সমক্ষেপণ কমাতে এবং সময়মতো ডেলিভারি নিশ্চিত করার জন্য সড়কগুলোর সংস্কার ও উন্নয়ন গুরুত্বপূর্ণ। উন্নত বন্দর সুবিধা এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহসহ সামগ্রিক লজিস্টিক অবকাঠাময় খাতে উন্নয়ন করা দরকার। এতে পোশাকশিল্পের আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পাদন করা সহজ হবে।

এই শিল্পে আমাদের অটোমেশন ও ডিজিটালাজেশন বাবদ বিনিয়োগ বাড়াতে হবে৷ আধুনিক উৎপাদন প্রযুক্তি ও ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেমগুলো গ্রহণ করে উৎপাদন দক্ষতা বাড়ানো যেতে পারে। কায়িক শ্রমের ওপর নির্ভরশীলতা হ্রাস করা যেতে পারে। এই শিল্পকে তা উচ্চ মূল্য সংযোজিত পল্য উৎপাদনে রূপান্তরিত হতে সহায়তা করতে পারে। প্রবৃদ্ধির সহায়তার জন্য পরিবহন নেটওয়ার্ক ও জ্বালানি সরবরাহের মতো অবকাঠানোগুলোর ক্রমাগত উন্নয়ন অপরিহার্য। টেকসই জ্বালানি সমাধানে বিনিয়োগ করা ও বিদ্যমান সুযোগ-সুবিধার আধুনিকীকরণ দীর্ঘমেয়াদি প্রতিযোগিতায় অবদান রাখতে পারে।

কর্মীদের দক্ষতা উন্নয়নের ওপরও আমাদের গুরুত্ব দিতে হবে। বিশেষ করে ভাষা, যোগাযোগ ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো গেলে তা একদিকে উৎপাদনশীলতা বৃদ্ধি করবে, অন্যদিকে এ ক্ষেত্রগুলোতে বিদেশি নাগরিকদের ওপর শিল্পের নির্ভরশীলতা হাস পাবে। ফলে দেশে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। এছাড়া নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা এবং ন্যয্য মজুরি, সুবিধা ও সুরক্ষার মাধ্যমে কর্মীদের কল্যাণ বাড়ানো খুবই গুরুতপূর্ণ বিষয়। কর্মীদের অধিকারগুলো সমুন্নত রাখা এবং কারখানা ব্যবস্থাপনা ও ট্রেড ইউনিয়নের মধ্যে নিয়মিত সংলাপের ব্যবস্থা থাকলে তা একটি স্থিতিশীল ও অনুপ্রাণিত কর্মীবাহিনী বজায় রাখতে সাহায্য করবে।

এই শিল্পে পণ্যের অফারে বৈচিত্র্য আনতে হবে। স্পোর্টসওয়্যার, টেকনিক্যাল অ্যাপারেল ও বিশেষায়িত পোশাকের মতো উচ্চমূল্যের পণ্যের ক্যাটাগরিতে স্থানান্তর গতানুগতিক স্বল্পমূল্যের পণ্য উৎপাদনের ওপর শিল্পের নির্ভরতা কমিয়ে দেবে। ফেব্রিক ও উপকরণে উদ্ভাবনী শক্তির পরিচয় দিতে হবে। রপ্তানি পণ্য পরিবেশবান্ধব ও টেকসই ফেবিক্সের ব্যবহার শুধু বৈশ্বিক মানই পূরণ করবে না, বরং বৈশ্বিক ফ্যাশন বাজারে টেকসই পোশাকের ক্ষেত্রে বাংলাদেশকে নেতৃত্ব দিতে সহায়তা করবে। এজন্য সুশাসন ও সরকরি নীতিসহায়তা নিশ্চিত করতে হবে। এই শিল্পের প্রবৃদ্ধির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও একটি নিরপেক্ষ ব্যবসায়িক পরিবেশ অপরিহার্য। শিল্পের জন্য দক্ষতা, স্বচ্ছতা ও সহায়তা নিশ্চিত করতে ব্যাংক, শুল্ক ও কর বিভাগে সংস্কার আনাও প্রয়োজন। এছাড়া বৈশ্বিক মানের সঙ্গে সংগতি রেখে কমপ্লায়েন্স প্রতিপালন করতে হবে। বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকার জন্য উৎপাদন, শ্রম অধিকার ও পরিবেশগত সাসাটেইনেবিলিটি প্রভৃতি ক্ষেত্রে আন্তর্জতিক মান বজায় রাখা অত্যন্ত গুরুত়পূর্ণ।

প্রকৃতপক্ষে বৈশ্বিক বাজারে একটি নির্ভরযোগ্য সরবরাহকরী হিসেবে বাংলাদেশের ব্র্যান্ডকে আরো শক্তিশালী করা প্রয়োজন। সাসটেইনেবিলিটির ক্ষেত্রে বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরতে হবে। যেমন সবুজ শিল্পায়নে বাংলাদেশের নেতুত্ব প্রদনসহ এগিয়ে যাওয়া আশাব্যঞ্জক একটি দিক। এই প্রচারণা এথিক্যাল সোর্সিং গন্তব্য হিসেবে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে।

এসব পদক্ষেপের পাশাপাশি ন্যায্যমূল্য নির্ধারণের জন্য চাপ দিতে হবে। স্বল্পমূল্যের উৎপাদন মডেল থেকে দূরে সরে গিয়ে এমন একটি উৎপাদন মডেলে যেতে হবে, যেখানে উচ্চ মূল্য সংযোজিত পণ্য থাকবে এবং উচ্চ মজুরি প্রদান ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য ন্যায্যমূল্যও থাকবে, যা প্রকারান্তরে এখানে দক্ষ কর্মীদের আকর্ষণ করবে ও তাদের এই শিলে ধরে রাখবে।

সামাজিক ও নৈতিক বিবেচনাকেও এখানে প্রাধান্য দিতে হবে। দুর্নীতি দমন, ব্যাবসায়িক কার্যক্রম ও সরকারি প্রক্রিয়াগুলোতে স্বচ্ছতা নিশ্চিতকরণ বৈশ্বিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং আরো আন্তর্জাতিক ক্রেতাদের আকৃষ্ট করবে। নিয়োগকর্তা এবং কর্মীদের মধ্যে নিয়মিত সম্পৃক্ততা, নৈতিক শ্রম অনুশীলনগুলোর কঠোরভাবে প্রতিপালন এই শিল্পকে সামাজিক বাধ্যবাধকতাগুলো পূরণে সহায়তা করবে এবং বিশ্বব্যাপী শিল্পের সুনাম বৃদ্ধি করবে।

অন্যদিকে নতুন ও উদীয়মান বাজারে রপ্তানি সম্প্রসারণের জন্য প্রয়োজন উন্নত কূটনৈতিক উদ্যোগ গ্রহণ এবং নেগোশিয়েশন দক্ষতা। উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনাময় অপ্রচলিত বাজারগুলোতে মনোযোগ প্রদান প্রচলিত বাজারগুলোর ওপর নির্ভরতা হ্রাস করবে এবং প্রচলিত বাজারগুলোর ওপর একতরফাভাবে নির্ভর করার ঝুঁকিও কমিয়ে দিবে। এছাড়া সাপ্লাই চেইনকে শক্তিশালী করা, বিশেষ করে লিড টাইম কমিয়ে ও দক্ষতা বৃদ্ধি করে, বিশ্ব বাজারে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখা অপরিহার্য। এর মধ্য রয়েছে সাপ্লাই চেইন ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে সর্বোত্তম অনুশীলনগুলো গ্রহণ এবং উৎপাদন অপটিমাইজ করার জন্য প্রযুক্তির সুবিধা গ্রহণ করা।

লেখক : মো. মহিউদ্দিন রুবেল
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবং ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিভত ব্যবস্থাপনা পরিচালক।


এই বিভাগের আরো খবর