বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুটহাট করে জামিন না দেয়ার আহ্বান আসিফ নজরুলের চলমান অভিযানের পর আর কোনো ডেভিল থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : কমিশনার সানাউল্লাহ শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান দুই ধাপ পিছিয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম বইমেলার স্টলে হট্টগোলের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ মানবাধিকার লঙ্ঘন কোনোভাবেই মেনে নেয়া হবে না : প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার প্রধান দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দেবেন : মির্জা ফখরুল গুয়াতেমালায় বাস খাদে পড়ে ৫৫ জন নিহত ১০০ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা তসলিমা নাসরিনের ‘চুম্বন’ বই ঘিরে বইমেলায় উত্তেজনা, স্টল বন্ধ বিশ্ব প্রযুক্তি কাঁপিয়ে দিলো নতুন চীনা এআই ডিপসিক সোনার দামে রেকর্ড, দেড় লাখ ছুঁয়েছে ভরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী আন্তর্জাতিক মাল্টিফেইথ কর্মশালা রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’সহ নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫৪ সীমান্তে বিএসএফ’র সিসি ক্যামেরা স্থাপন, বিজিবি’র প্রতিবাদ ‘ডেভিল হান্ট অভিযানে রাঘববোয়াল-চুনোপুঁটি কেউ ছাড় পাবে না’ খুলনায় প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বখাটের ছুরিকাঘাতে ৫ শিক্ষার্থী আহত, ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উইলিয়ামসনের দুর্দান্ত সেঞ্চুরিতে ফাইনালে নিউজিল্যান্ড শ্যামপুরে প্লাস্টিক কারখানায় আগুন, ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে যে ৫ খাবার পানিশূন্যতা কমাবে সিলেটে ৭৩ হাজার উচ্চ রক্তচাপ রোগীর ৫৮ ভাগেরই রোগ নিয়ন্ত্রণে রয়েছে মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড জিতলেন আরটিভির সেলিম মালিক বিজ্ঞাপন ও পণ্যের প্রচারণায় ব্যস্ত মিম সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার ৫ যুবককে অপহরণের ঘটনায় গ্রেফতার ১ তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শাহবাগে প্রাথমিকের শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পতিত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন

অনলাইন ডেস্ক :
শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ১:৪৪ অপরাহ্ন

ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, ঢাকাপ্রতিদিন : বিপুল ঘটনাপ্রবাহের সঙ্গত-অসঙ্গত পরিশিষ্ট নিয়ে ২০২৪ সাল অতিবাহিত হয়েছে। ২০২৫ সাল নিয়ে দেশসহ বিশ্ববাসীর প্রধান প্রত্যাশা হচ্ছে, হত্যা-গণহত্যার কদর্য অভিপ্রায়ে যুদ্ধমুক্ত মানবিক ধরিত্রীর। বিগত কয়েক বছর আগে করোনা অতিক্রান্তের অব্যবহিত পরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, টালমাটাল আরব বিশ্ব, পরিবেশ দূষণের নিকৃষ্টতম দৃষ্টান্ত ও মানুষের নিত্যদিনের ভয়াবহ চিত্রপট পুরো মানবসভ্যতাকে ভীতসন্ত্রস্ত করে রেখেছিল। কোথাও নিরাপদ শান্তির বার্তা মানুষের কানে পৌঁছেনি। আধুনিক কথিত উন্নয়ন বিশ্বের ক্ষমতাধর কর্তৃত্ববাদী সরকার সমূহের যুদ্ধংদেহি মনোভাব বিশ্ববাসী অবাক বিস্ময়ে অবলোকন করছে। একদিকে মানবতার চরম বিপর্যয়-মানবাধিকারের নির্লজ্জ লঙ্ঘনে হত্যা-গণহত্যার ঘৃণ্য দৃশ্যপট নির্মাণ; অন্যদিকে তাদেরই সৃষ্ট ভয়াবহ অস্ত্র প্রতিযোগিতা বিশ্বকে চরম পর্যুদস্ত করে চলেছে। শতকোটি মানুষের মানবেতর জীবনযাপনে তাদের ন্যূনতম ভ্রƒক্ষেপ নেই। মানবসভ্যতাকে ধ্বংস করার উদ্দেশ্যেই নতুন নতুন আধুনিক অস্ত্রের উৎপাদন-ব্যবহার এবং বিক্রি এক বিকারগ্রস্ত বিশ্ব তৈরিতে কুৎসিত ভূমিকা পালন করে যাচ্ছে। অর্থলিপ্সুতা ও আধিপত্যবাদ সর্ব নিকৃষ্ট হিংস্রতাকে অবিরাম জাগিয়ে রাখছে। সত্য-সুন্দর-কল্যাণ-আনন্দের সকল অনুষঙ্গগুলোকে ঘৃণ্য উন্মাদনায় খুন করে বিশ্বকে লণ্ডভণ্ড করার ভয়ঙ্কর অপতৎপরতা অব্যাহত রেখেছে। বিশ্বের সকল জাতিরাষ্ট্রে প্রচলিত ধর্মীয় ঐতিহ্য, রাজনৈতিক আচরণ ও আন্তর্জাতিক শিষ্টাচারে সাংস্কৃতিক-অসাম্প্রদায়িক সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধন অক্ষুণ্ন থাকলেও শক্তিমত্তায় অন্ধ রাষ্ট্রগুলো তা পরিপূর্ণ অবজ্ঞা করে চলেছে।

মানবাধিকার সুরক্ষার নামে বিপুলসংখ্যক দেশে গৃহযুদ্ধ বহাল রেখে প্রাকৃতিক সম্পদসহ সামগ্রিক লুণ্ঠনে তাদের জুড়ি নেই। এসব হীনকাজে লিপ্ত অশুভ শক্তিসমূহ ঐক্যবদ্ধ। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে তাদের নির্মম নির্দয় অত্যাচার-অনাচার, হত্যা-গণহত্যা সভ্যতাকে কোন্ পর্যায়ে নিয়ে যাচ্ছে তার নির্মোহ পর্যালোচনা জরুরি। স্বল্প পরিসরে বিশদ ব্যাখ্যা সম্ভব না হলেও এটুকু নিশ্চিত বলা যায়; গাজা উপত্যাকা-সিরিয়া ও অন্যদেশে এদের বর্বর অভিযানে বিশ্ব বিবেক প্রায় নিশ্চুপ। বিশ্ববাসী সম্যক অবগত আছেন, গত ৭ অক্টোবর ২০২৩ ফিলিস্তিনের সার্বিক মুক্তির লক্ষ্যে দীর্ঘকাল ধরে পরিচালিত যুদ্ধের অংশ হিসেবে হামাসের ইসরাইল আক্রমণকে কেন্দ্র করে ইসরাইলের পক্ষ থেকে গাজা ও পশ্চিম তীরে নৃশংসতম হত্যা-গণহত্যার দৃশ্যাদৃশ্য ভয়ংকররূপ পরিগ্রহ করেছে। বিশ্বের কতিপয় ক্ষমতাধর কর্তৃত্ববাদী রাষ্ট্রনায়কের প্রত্যক্ষ মদত ও আধুনিক সামরিক সহযোগিতা অব্যাহত রেখে নারকীয় তাণ্ডবের নজিরবিহীন দৃশ্যপট তৈরি করে চলেছে।

সমগ্র ধরিত্রীর সভ্যসমাজ বোবা দৃষ্টিতে এহেন বর্বর কর্মযজ্ঞ শুধু পর্যবেক্ষণ করছে না; তীব্র ঘৃণা ও নিন্দার সঙ্গে ইসরাইলি বেপরোয়া অপকৌশল প্রত্যাখ্যান করছে। ইসরাইলকে সরকার প্রধানদের সমর্থন স্ব স্ব দেশে সাধারণ জনগণ কর্তৃক জঘন্য ঘৃণার চোখে দেখা হচ্ছে। জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের সকল বিবেকবান মানুষ যুদ্ধ বিরতির প্রস্তাব গ্রহণ ও বাস্তবায়নে পক্ষাবলম্বন করা সত্ত্বেও কথিত প্রভাবশালী একটি দেশের প্রত্যক্ষ হস্তক্ষেপে তা নস্যাৎ হয়েছে। তথাকথিত মানবাধিকার সুরক্ষার সবক প্রদানকারীদের কঠিন হৃদয় বিশালসংখ্যক শিশু-কিশোর-নারী হত্যায় মোটেও বিচলিত হচ্ছে না; বরং নিষ্ঠুর সংঘাতের মনোভাব নিয়ে পুরো ফিলিস্তিনকে পরিপূর্ণ ধ্বংসের হীন উদ্যোগ গ্রহণ করেছে। ২৪ ডিসেম্বর ২০২৪ গণমাধ্যমে প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, ২৩ ডিসেম্বর ২০২৪ ভোর পর্যন্ত গত ১৪ মাসব্যাপী ইসরাইলি অভিযানে গাজায় নিহত হয়েছে ৪৫ হাজার ৩১৭ জন এবং আহত হয়েছে ১ লাখ ৭ হাজার ৭১৩ জন। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি। কারণ, ভবনের ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। বিশ্লেষকদের মতে, গাজার হতাহতের মূল চিত্র পাওয়া যাবে যুদ্ধ শেষ হলে।

আমাদের সকলের জানা, প্রধান পরিচালক হিসেবে জাতীয় কবি নজরুলের ‘লাঙল’ পত্রিকা প্রথম প্রকাশিত হয় ২৫ ডিসেম্বর ১৯২৫। শ্রমিক-প্রজা-স্বরাজ পার্টির সাপ্তাহিক মুখপত্ররূপে পত্রিকার ১ম সংখ্যার শুরুতেই ছিল কবি চণ্ডীদাসের অমর বাণী- ‘শুনহে মানুষ ভাই- সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।’ উল্লেখ্য, পত্রিকার প্রত্যেক সংখ্যার শুরুতেই ওই বাণীটি লিপিবদ্ধ থাকত। পত্রিকাটির প্রধান লেখক-পরিচালক ছিলেন কবি নজরুল। তাঁর লেখার জনপ্রিয়তার জন্য পত্রিকার কোনো কোনো সংখ্যা একদিনের মধ্যেই বিক্রি হয়ে যাওয়ায় আবার ছাপাতে হতো। মূলত, প্রথম সংখ্যায় প্রকাশিত ‘সাম্যবাদী’ কবিতাতেই তাঁর কবিমানসের অসাধারণ বিশ্বজনীন স্বরূপ উন্মোচিত হয়। তিনি লিখেছিলেন, ‘গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান।’ স্মরণযোগ্য বিষয় হচ্ছে, এই লাঙল পত্রিকার ত্রয়োদশ সংখ্যায় বিশ্বকবি রবিঠাকুরের ‘আশীর্বাণী’তে উপস্থাপিত হয়- ‘হাল ধর বলরাম, আন তব সরুÑভাঙ্গা হলো: বল দাও, ফল দাও, স্তব্ধ হোক ব্যর্থ কোলাহল।’ একই ধরনের উচ্চারণে রবিঠাকুর ‘সভ্যতার সংকটে’ মানুষকে সচেতন করার প্রয়াস চালিয়েছেন। সামগ্রিক অবস্থা পর্যালোচনায় এটি সুস্পষ্ট যে, মানুষ আর মানুষের পর্যায়ে রয়েছে কিনা তা ভাবার বিষয়। মহান স্রষ্টার সর্বশ্রেষ্ঠ জীব মানুষ তার মানবতা-মনুষত্বহীন জীবনযাপনে অভ্যস্ত হতে যাচ্ছে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ-সংশয়ের উদ্রেক করছে।

দেশীয় প্রেক্ষাপট পর্যালোচনায় প্রতীয়মান যে, সীমাহীন দুর্নীতি-অপকর্ম-স্বৈরচারী পন্থায় ক্ষমতা কুক্ষিগত করার ঘৃণ্য অপচেষ্টা নস্যাৎ করার লক্ষ্যেই সংঘটিত হয় ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থান। ৫ আগস্ট ২০২৪ বিগত সরকারের পতন ঘটিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার ব্রত নিয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দেশপ্রেমিক-মেধাবী তরুণদের ওপরেই নির্ভর করছে নতুন বাংলাদেশ বিনির্মাণ। মহান স্বাধীনতার পরবর্তী পর্যায় থেকে অদ্যাবধি অনেক দল-সরকার ও পটপরিবর্তনের মধ্য দিয়ে দেশের বর্তমান প্রেক্ষাপট তৈরি হয়েছে। প্রতিষ্ঠিত সত্য যে, রাষ্ট্র শাসনে দলসমূহ যথার্থ অর্থে আদর্শিক ঐতিহ্য তৈরি করতে পারেনি। জাতীয় আদর্শের প্রকৃত ভিত রচনাতেও কতটুকু সার্থক ছিল তা পর্যালোচনার দাবি রাখে। গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক-মানবিক সমাজ প্রতিষ্ঠার মৌলিক উদ্দেশ্য ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। বহিঃ ও অন্তঃ ঔপনিবেশিক শাসন-শোষণের যাঁতাকলে কঠিন নিষ্পেষিত ছিল এতদ অঞ্চলের মানুষ ও মানুষের জীবনপ্রবাহ। আর্থ-সামাজিক উন্নয়নের প্রচণ্ড অবহেলার শিকারে নিপতিত ছিল এই পূর্বাঞ্চল। দেশ বিভাগের পর থেকেই বিশেষ করে ১৯৫২ সালের মাতৃভাষা আন্দোলনকে কেন্দ্র করে প্রজ্বলিত হয় বাঙালির স্বজাত্যবোধের মহিমান্বিত স্ফুলিঙ্গ।

স্বাধিকারের দীর্ঘ সংগ্রাম বাঙালিকে স্বাধীনসত্তার জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় উজ্জীবিত করে। ফলে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। বিপুল প্রাণ বিসর্জন ও অজস্র জননী-জায়া-কন্যার সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীন মাতৃভূমি। প্রায় এক কোটি মানুষের শরণার্থীর জীবনযাপনের অবর্ণনীয় দুঃখ-দুর্দশা কখনো ভুলার নয়। প্রতি মুহূর্তে হায়েনাদের আক্রমণ ও প্রাণহানির আর্তনাদ নিয়ে দেশে থাকা মানুষের আহাজারিতে দেশের বাতাস ছিল অসম্ভব ভারি। এত বিসর্জনের পরেও অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করার প্রচেষ্টা কেন ব্যর্থতার কালো মেঘে ঢাকা পড়ল, তারও বিচার-বিশ্লেষণ প্রয়োজন। এটি সর্বজনবিদিত যে, পাকিস্তান প্রতিষ্ঠার শুরু থেকে এর ভাঙনের মূলে যে কারণগুলো বিদ্যমান ছিল, তা হচ্ছে প্রধানত গণতন্ত্র বিবর্জিত কেন্দ্রীয় এক দেশদর্শী শাসনব্যবস্থা ও পূর্ববাংলার প্রতি বিমাতাসুলভ আচরণ, এর ভাষার প্রতি অগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এবং সর্বোপরি শিক্ষিত সংস্কৃতিবান মধ্যবিত্ত শ্রেণির বিকাশকে রুদ্ধ করার অপচেষ্টা।

মূলত, ১৯৪৭ সালের প্রারম্ভে এই পূর্ববাংলা ছিল একটি কৃষিভিত্তিক সমৃদ্ধ গ্রামীণ অর্থনীতিনির্ভর। কলকাতা কেন্দ্রিক শিল্পকারখানার জন্য পূর্ববাংলা ছিল কাঁচামাল সরবরাহকারী ও উৎপাদিত দ্রব্যের বাজার মাত্র। ঢাকা ছিল একমাত্র শহর এবং এ অঞ্চলে জমিদাররা ছিল প্রধানত হিন্দু ধর্মাবলম্বী। তারা পাকিস্তান সৃষ্টির অব্যবহিত পরে অধিকাংশই ভারত তথা পশ্চিমবঙ্গে স্থানান্তরিত হন। অনেকের মতে, পূর্ব বাংলায় জমিদার প্রথা তুলে দেওয়া সহজ হয়েছিল এই স্থানান্তরের কারণে। সামন্তপ্রথার বিলুপ্তির প্রভাবে সম্ভব হয়ে উঠেছিল এ অঞ্চলে শিক্ষিত মধ্যবিত্তের বিকাশ। গণতন্ত্র-প্রগতিশীল ও অসাম্প্রদায়িক মুক্ত চিন্তা-চেতনার ধারায় বিকশিত এ মধ্যবিত্ত শ্রেণির সক্রিয় কর্মকাণ্ড বাঙালি জাতীয়তাবাদের ভাবধারা প্রতিষ্ঠায় নতুন শক্তি সঞ্চার করে। পশ্চিম পাকিস্তানের আর্থ-সামাজিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন ছিল বিধায় সেখানে সামন্ততান্ত্রিক পৃষ্ঠপোষকতা বেপরোয়া সামরিক ও বেসামরিক আমলাতন্ত্রের উত্থানে বিশাল ভূমিকা পালন করে।

উল্লেখিত প্রচণ্ড বৈষম্যের প্রতিকূলে নানা ঘাত-প্রতিঘাতে বাঙালির সচেতনতা-প্রতিবাদী রূপ পরিগ্রহ করে। ক্রমান্বয়ে বিভিন্ন ইস্যুতে আন্দোলনের শক্তি পুঞ্জীভূত হয়। ক্ষোভের মাত্রা অপরিমেয় পর্যায়ে পৌঁছে গেলে প্রায় সকল ক্ষেত্রেই বাঙালির চেতনাবোধ নবতর অধ্যায় রচনা করে। সার্বিক ফলে সত্তরের নির্বাচন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ। সকল প্রকার বিরোধ-বিচ্ছেদ-দমন-পীড়ন-নিপীড়ন-নির্যাতন সংহার করে প্রতিহিংসা-প্রতিশোধহীন নিরাপদ দেশমাতৃকাই নতুন বছরের অত্যুজ্জ্বল প্রত্যাশা। মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা এবং জুলাই ’২৪-এর বিপ্লবের অনুপম অঙ্গীকারের ভিত্তিতেই গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক-বৈষম্যহীন মানবিক সমাজের নতুন করে গোড়াপত্তনে প্রিয় মাতৃভূমি হোক অগ্রগণ্য। সৌহার্দ্য-সম্প্রীতি-পরমতসহিষ্ণুতার উজ্জ্বল উপমায় উদ্ভাসিত থাকুক আবহমান বাংলার ঐতিহ্য-সংস্কৃতি ও বাঙালির সাবলীল জীবনধারা।

লেখক : শিক্ষাবিদ
ঢাকাপ্রতিদিন/এআর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


এই বিভাগের আরো খবর