রাজবাড়ী প্রতিনিধি:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্পুর্ণ ভাবে পালন করতে হলে পাকিস্থানকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া ও দেশটির যুদ্ধাপরাধী সেনাবাহিনীকে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে ১৯৭১’র ২৫ মার্চ গণগত্যা স্মরণ কমিটি রাজবাড়ীর শাখার ব্যানারে অ্যাড. স্বপন সরকারের নের্তত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী শাখার সাধারন সম্পাদক শামীমা আক্তার মুনমুন প্রমুখ। পাকিস্থানের যুদ্ধাপরাধী সেনাবাহিনীকে আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করে বক্তরা বলেন, আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্ত পালন করছি। কিন্তু দুঃখের বিষয় আজও পাকিস্থান আমাদের (বাংলাদেশ) এর কাছে ক্ষমা চায়নি। তাই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযথ ভাবে পালন করতে হলে পাকিস্থানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া সহ গণহত্যার বিচারের জন্য সরকারকে অনুরোধ করা হয়।
