ঢাকা প্রতিদিন প্রতিবেদক : বন্দরে এক গার্মেন্ট কর্মীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে বন্দর ইউনিয়নের বালুচর এলাকায় গণধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ গার্মেন্ট কর্মীর কথিত প্রেমিক জাহিদকে রোববার (২৬) গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত জাহিদ বন্দর ইউনিয়নের কলাবাগ এলাকার দীন ইসলাম মিয়ার ছেলে বলে জানা গেছে। পুলিশ ভুক্তভোগী গার্মেন্ট কর্মীকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।
গার্মেন্ট কর্মী জানান, বন্দর ইউনিয়নের কলাবাগ এলাকার দীন ইসলামের ছেলে জাহিদ ও তিনি নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে চাকরি করেন। সেই সুবাদে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১৬ অক্টোবর সন্ধ্যায় কাজ শেষে জাহিদ ও তিনি একসঙ্গে বন্দর খেয়াঘাট দিয়ে পার হন। জাহিদ তাকে বালুচর পার্কে লাচ্ছি খাওয়ানোর কথা বলে নির্জন স্থানে নিয়ে প্রথমে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সেখানে আগে থেকেই অপেক্ষায় থাকা জাহিদের ৮ সহযোগী মিলে হত্যার ভয় দেখিয়ে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
এ ব্যাপারে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, গণধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে নিয়ে বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
ঢাকা প্রতিদিন/এআর