চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ কাজী নুরুল ইসলাম (৭৯) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন।
গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে আনোয়ারার সদরে জয়কালী বাজরস্থ তার নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ পুত্র সন্তান ও ৬কন্যা সন্তান এবং অসংখ্য গুণগাহী ও রাজনৈতিককর্মী রেখে যান।
আজ শনিবার (১৭ জানুয়ারি) জোহরের নামাজের পর সদর ইউনিয়নের বিলপুর সৈয়দ বাড়ি জামে মসজিদ মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিকে দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে চট্টগ্রাম-১৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শোক জানিয়েছেন।