আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এমপি পদপ্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ-এর পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজারে বিএনপির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে মাঠপর্যায়ে নির্বাচনী কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বিদ্যানন্দ ইউনিয়নের ৯টি মৌজার ভোটের মাঠ জরিপ তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, “তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব নয়ন আলী ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ব্যাপারী।
এছাড়াও উপজেলা বিএনপি নেতা রুশো চৌধুরী ও নজরুল ইসলাম, বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সহিদুর রহমান খোকন, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্য সচিব ফখরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরশাদুল হক, সদস্য সচিব আমিনুর ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সদস্য ফারুক আহমেদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।