ময়মনসিংহের নান্দাইলের স্বেচ্ছাসেবী সংগঠন ড্রিমার ইয়ুথ অর্গানাইজেশন(D y o) এর উদ্যোগে নোয়াখালীর বেগমগঞ্জ বন্যা দুর্গত এলাকায় উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ৫ শতাধিক পরিবারের জন্য চিড়া, মুড়ি, গুড় ওরস্যালাইন বিস্কুট ঔষধ ও ৫,শ বোতল খাবার পানি সহ শিশু ও মহিলাদের বস্ত্র বিতরণ করা হয়েছে।
উক্ত সংগঠনের সভাপতি বিধান কৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক সানজিদা ইসলাম ছোঁয়ার নেতৃত্বে এবং নান্দাইল উপ-নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদের সার্বিক সহযোগিতায় উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে সংগঠনের সভাপতি জানান।
তিনি এছাড়াও জানান আমরা যেকোনো সমস্যায় সাধারণ মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমরা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।