নাশকতার অভিযোগে উত্তরা পূর্ব থানায় মামলায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরসহ ১১ নেতাকর্মীকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২২ নভেম্বর) ঢাকার মহানগর বিশেষ ট্রাইবুনাল-১০ এর বিচারক মো. মামুনুর রহমান সিদ্দিকী এ রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিত অপর আসামিরা হলেন-উওরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস আই টুটুল, মনির হোসেন, নাজিম, আশরাফুল, মাসুদ, শাহাদত হোসেন, শাহীন, ইঞ্জিনিয়ার ফখরুল, সালাম ও নাইম। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৩৮ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের নভেম্বর মাসে উত্তরা পূর্ব থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করে পুলিশ।