রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতি বিনষ্টকারীদের কালো হাত ভেঙ্গে দিতে হবে : ধর্ম উপদেষ্টা আগামীর রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের রাজনীতি: আমীর খসরু নিম্ন আদালত মনিটরিংয়ের দায়িত্বে হাইকোর্টের ১৩ বিচারপতি ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি আজ আমিরাত থেকে দেশে ফিরছেন গণ-আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্সেস হাসপাতালে ড. ইউনূস মুরাদনগরে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা গণভবন পরিদর্শনে তিন উপদেষ্টা ভাঙচুর-লুটপাটের শিকার, দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফরহাদ মজহারের উচ্ছেদ হয়নি অবৈধভাবে নির্মিত পাইকগাছার মধুমিতা পার্কের আ.লীগ কার্যালয়  শাহজাদপুরে যমুনার ভাঙন চলছেই, বিলীনের পথে অর্ধ শতবর্ষী বিদ্যালয় ঘাটাইলে ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৪ ফাইনাল অনুষ্ঠিত ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য ইঙ্গিতপূর্ণ ও উস্কানিমূলক : রুহুল কবির রিজভী রোববার থেকে সুপ্রিম কোর্টে অবকাশকালীন নতুন সময়সূচী আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণপদক জয়ে অভিনন্দন তথ্য উপদেষ্টার চট্টগ্রামে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা প্রদান গ্রামীণ জনজীবন থেকে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী বেত ও বাঁশ শিল্প কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের আবু সাঈদের কবর জিয়ারত বরগুনার উপকূলীয় সাগর ও নদীতে বেড়েছে ইলিশ আহরণের পরিমাণ সাবেক বিচারপতি ইনায়েতুর রহিম ও ইকবালুর রহিমসহ ১০৫ জনের নামে হত্যা মামলা ভারত বাংলাদেশের মানুষের বন্ধু নয়, একটি দলের বন্ধু: ডা. জাহিদ শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন বাংলাদেশে সকল প্রকার অনলাইন জুয়া বন্ধের দাবীতে জামালপুরে মানববন্ধন  বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল বাংলাদেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের : ড. ইউনূস জনগণের অর্থ অপচয় হতে দেওয়া হবে না : বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা নান্দাইলে ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শাহজাদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ৫ দিন পর শুরু হলো চন্দ্রঘোনা- রাইখালী নৌ রুটে ফেরি চলাচল ঘুষ ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

‘যে কারণে তাজুলের বিরুদ্ধে নিউজ হয় না’

সাঈদুর রহমান রিমন
সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ১২:০১ পূর্বাহ্ন

অন্যায় অন্যায্য আর জুলুমবাজির বিরুদ্ধে জেগে উঠেছে সাংবাদিক সমাজ। ময়মনসিংহে ঢাকা প্রতিদিন বন্ধ চক্রান্তের বিরুদ্ধে স্বতস্ফূর্ত সাংবাদিক সমাবেশ সেটাই জানান দিয়েছে। নতুন এ বিভাগীয় শহরে শতাধিক সাংবাদিকের অংশগ্রহণে প্রতিবাদ কর্মসূচি বলে দিলো – সাংবাদিকদের অভিশাপ বড়ই কঠিন, বড়ই নির্মম। অর্থ, বিত্ত, অস্ত্রহীন মানুষের হাহাকার কেবলই ধ্বংস ডেকে আনে, নিঃস্ব করে ছাড়ে। নিকট অতীতে বহু রাঘব বোয়াল, বহু গডফাদারের ন্যক্কারজনক পতন সে কথাই বারবার মনে করিয়ে দেয়। শাহেদ খানের মত বিশ্ব প্রতারক নিজেকে সুরক্ষিত করতে দৈনিক পত্রিকার মালিক পর্যন্ত হয়েছিলেন,,, কিন্তু শেষ রক্ষা হয়নি। অস্ত্রধারী বডিগার্ড নিয়ে রাজকীয় স্টাইলে ঘুরে বেড়ানো জি কে শামীম, রাজাধিরাজ সম্রাট, অজ্ঞাত ক্ষমতায় বিশাল দাপুটে পাপিয়া, কয়েক হাজার কোটি টাকার ধনকুবের ওসি প্রদীপের মতো অনেকেই নিজেদের ধরা ছোঁয়া মুক্ত ভাবতেন। কিন্তু রথি মহারথীদের কারো রেহাই মেলেনি। বাঘে ছুঁইলে এক ঘা, পুলিশে ছুঁইলে নাকি ১৮ ঘা – আর সাংবাদিক নজরদারিতে নাকি অন্তহীন ঘা এর সৃষ্টি হয়।

যারা দুর্নীতি, লুটপাট, অপরাধ অপকর্মে জীবন গড়েন তাদের মাথা তুলে বুক উচিয়ে না চলাটাই উচিত। কাস্টমস এর ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম এখানেই ভুলটা করে ফেলেছেন। তার বেপরোয়া অর্থ বিত্ত, সহায় সম্পদ নিয়ে ঢাকা প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদনটি তথ্যভিত্তিক না হয়ে থাকলে তিনি নিয়মতান্ত্রিক ভাবেই প্রতিবাদপত্র দিতে পারতেন। কিন্তু সোজাপথে হাঁটেননি তিনি। পীর বুজুর্গগণের মতো চোখের ইশারায় সব সাধন করতে যেয়েই সবকিছু ওলটপালট করে ফেলেছেন জনাব তাজুল।

তার দাবি তিনি কিছুই করেননি, কিন্তু তার বিরুদ্ধে প্রতিবেদন ছাপানোর পরেই অদৃশ্য ইশারায় চলমান জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিনের মিডিয়া ভুক্তি বাতিল করা হলো, ডিক্লিয়ারেশন পর্যন্ত ক্যানসেল হয়ে গেলো। তাজুল সাহেবের বাসার কামলা জে তার হাতে হাতে ঘুরে এই ডিক্লারেশন ও ঘোষণাপত্র বাতিলের চিঠিপত্র, তবু তার নাকি হাত নেই সেখানে! সম্পাদকের টেবিলে বসে তিনি যে ডিএফপি ডিজির ভয় দেখিয়েছিলেন তার দ্বারাই কিন্তু ঘোষণাপত্র বাতিল হয়েছে। তার জুনিয়র যে অফিসার ঢাকার ডিসি ছিলেন তিনিই কিন্তু ডিক্লারেশন বাতিল করেছেন। বাস্তবেই তাজুল সাহেব কিছুই করেননি, যা করার করেছে ডিজি আর ডিসি। তারা দুজন কেবল তাজুল সাহেবের লোক এই আর কি,,,

যাহোক এবার আসি ভিন্ন প্রসঙ্গে। তাজুল সাহেবের বিরুদ্ধে হাইকোর্ট সিদ্ধান্ত দিয়ে বললেন, বিষয়টি দুদক যেনো তদন্ত করে এমনকি এতদিন কেনো তার বেশুমার সম্পদের বিবরণ পেয়েও দুদক তদন্ত করলো না এর কারণও দর্শাতে বলা হলো। সেসব নিউজ কেন আদালতের প্রতিবেদকরা নিজেদের পত্রিকায় প্রকাশ করলেন না? আবার হাইকোর্টের নির্দেশ পেয়ে দুদক যখন দুইজন সহকারী পরিচালককে তদন্তের দায়িত্ব দিলেন সে খবরও কিন্তু দুদক বিটে কর্মরত সাংবাদিকরা নিউজ করেননি। এ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তবে সে ব্যাপারে কারো কোনো ক্ষোভ থাকা উচিত নয়। কারণ সাংবাদিকদের অক্ষমতা, অপারগতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত। যেসব পত্রিকা, মিডিয়া ব্যবসায়ী শ্রেণীর মালিকানায় প্রকাশ ও পরিচালিত হয় তাদের সবাইকে কাস্টমস বিভাগের সঙ্গে সম্পর্ক রাখতে হয়। ফলে রিপোর্টার চাইলেই একজন কাস্টমস অফিসারের বিরুদ্ধে যা কিছু প্রকাশ করার সক্ষমতা রাখেন না। যখন ওই ব্যবসায়ী মালিকদের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্টতা নিয়ে বিরোধ বাধে তখনই কেবল মালিকের মিডিয়া তীব্র রোষে হামলে পড়ে, অন্য সময় নয়। কিন্তু যেসব মিডিয়া মালিক ব্যবসায়ী নন, কাস্টমস এর সঙ্গে খাতির রাখার বলেই নেই,,, তারা কেনো তাজুলের বিরুদ্ধে প্রকৃত সংবাদটি প্রকাশ করলেন না? সে বিষয়ে কিছুই জানার নেই, বলারও নেই। তাদের ইচ্ছা জাগে ই তাই হয়তো করেননি। কিন্তু কোনো মনি ঋষির ইচ্ছা অনিচ্ছার যে সংবাদ চাপা রাখা অন্যায় তা আরেকবার জন্ম নিলে শিখে নেবেন তারা।


এই বিভাগের আরো খবর