বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
যেসব এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস তফসিল অক্টোবর নভেম্বরে বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী’ স্টলের ঘটনা তদন্তে কমিটি গঠন গুরুত্বপূর্ণ প্রকল্প এবং সংস্কারে মার্কিন অব্যাহত সহায়তা কামনা প্রধান উপদেষ্টার আয়ারল্যান্ড বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে বিশেষজ্ঞ দল পাঠাতে আগ্রহী : দূত শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে ফের যুদ্ধ : নেতানিয়াহু আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা বরখাস্ত হলেন ইউএসএআইডির মহাপরিদর্শক আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করার অধিকার রাখে না : ইশরাক বিজ্ঞানীদের সন্ধানে ছয় কোটি ৯০ লাখ বছরের পুরানো পাখির বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আমদানি-রপ্তানি কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হবে ইসলামিক ফাউন্ডেশন বুক কর্নার : ইফা যমুনা সেতুতে আজ থেকে ট্রেন চলাচল বন্ধ অপারেশন ডেভিল হান্ট, গ্রেফতার আরও ৬০৭ জন নিজ বাসা থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে নৌকাসহ ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে ইবিএল-সিডিএ চুক্তি স্বাক্ষর অনূর্ধ্ব-১৭ ফুটবলে খুলনা বিভাগ চ্যাম্পিয়ন মাগুরা মাউশির ডিজির প্রত্যাহার দাবিতে ফের শিক্ষা ভবন ঘেরাও হাঁস না মুরগির ডিম, কোনটি বেশি উপকারী, যা বলছেন পুষ্টিবিদ ডেঙ্গু আক্রান্ত ১ জনের মৃত্যু কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দেয়ার অভিযোগ শিক্ষা হোক বাস্তব ও জীবনমুখী কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে সাবিলার এক গ্লোয়িং সন্ধ্যা আতিকুলসহ ছয়জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ চাচাকে হত্যা করে নদীতে ফেলা দেয় ভাতিজা, ১২ দিন পর মরদেহ উদ্ধার রানী এলিজাবেথ যে গুড় খেয়ে মুগ্ধ হয়েছিলেন হুটহাট করে জামিন না দেয়ার আহ্বান আসিফ নজরুলের চলমান অভিযানের পর আর কোনো ডেভিল থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

শীতে ত্বকের যত্নে গ্লিসারিন

লাইফস্টাইল ডেস্ক
বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৮:০৪ অপরাহ্ন

শীতকাল ত্বকের জন্য সবচেয়ে খারাপ সময়। এ সময় ত্বক রুক্ষ ও শুষ্ক হতে শুরু করে। এ কারণে এই মৌসুমে ত্বকের যত্ন নেওয়া জরুরি হয়ে ওঠে।

শীতকালে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। সেসব সমস্যা থেকে ত্বক সুস্থ রাখার জন্য গ্লিসারিন ব্যবহার করা যেতে পারে। নিয়মিত গ্লিসারিন ব্যবহারে ত্বক হাইড্রেটেড থাকে৷ আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি ত্বককে তরতাজা রাখে গ্লিসারিন৷ শুষ্ক ত্বকের সমস্যা থাকলে গ্লিসারিন আপনার সমস্যার আদর্শ সমাধান হতে পারে৷

ত্বকের পিএইচ ভারসাম্য রক্ষা করে গ্লিসারিন৷ নিয়মিত ব্যবহারে ত্বক থেকে আর্দ্রতা হারিয়ে যায় না৷ ত্বকে ময়শ্চারাইজারে প্রলেপ তৈরি করে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে৷

চর্মরোগের ক্ষেত্রেও গ্লিসারিন ভালো কাজ করে৷ একজিমা এবং সোরিয়াসিসের মতো ত্বকের অসুখের ক্ষেত্রে গ্লিসরিন প্রাকৃতিক ওষুধ৷ ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে গ্লিসারিন৷

বিভিন্ন ভাবে গ্লিসারিন ব্যবহার করতে পারেন৷ যেমন-
১. সমপরিমাণ গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে নিন৷ মিশ্রণ রেখে দিন এয়ারটাইট কৌটোতে৷ এই মিশ্রণে তুলোর বল চুবিয়ে ওয়াইপ করে নিন মুখ৷ পরের দিন সকালে মুখ ধুয়ে ফেলুন৷

২. দুই চামচ মধুর সঙ্গে সম পরিমাণ গ্লিসারিন ও ওটমিল মেশান৷ ঘন মিশ্রণ তৈরি হলে সারা মুখ ও হাতে লাগিয়ে নিন৷ শুকিয়ে গেলে প্রথমে দুধ ও পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন৷

৩. চিনি, গ্লিসারিন, এসেন্সিয়াল অয়েল এবং লেবুর রস মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন৷ তার পর মুখে মেখে কিছু ক্ষণ অপেক্ষা করুন৷ শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন৷ ত্বক হয়ে উঠবে কোমল।

৪. ফাটা গোড়ালির সমস্যায় সরাসরি ব্যবহার করুন গ্লিসারিন৷ এতে যন্ত্রণা থেকে মুক্তি পাবেন৷ ত্বক হবে মসৃণ ৷

৫. এন্টি এজিং মাস্কেও ব্যবহার করতে পারেন গ্লিসারিন৷ এজন্য একটা ডিমের সাদা অংশ, এক চামচ কর্নস্টার্চ, দু’ চামচ ভাতের ফ্যান, ১ চামচ গ্লিসারিন নিয়ে একটা পাত্রে ভাল করে মিশিয়ে নিন৷ এই ফেসপ্যাক ব্যবহার করুন মুখে৷ কিছু ক্ষণ অপেক্ষা করে শুকিয়ে নিন৷ তার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৬. স্কিন ক্লেঞ্জার এবং মেক আপ রিমুভার হিসেবেও ব্যবহার করতে পারেন গ্লিসারিন৷ ২ চামচ গ্লিসারিন, অর্ধের লেবুর রস এবং ২ চামচ দুধ মিশিয়ে নিন৷ তুলোর বলে এই মিশ্রণ নিয়ে সারা মুখে, ঘাড়ে ও গলায় লাগিয়ে নিন৷ তার পর ধুয়ে ফেলুন পানি দিয়ে।


এই বিভাগের আরো খবর