জামালপুর-৪সরিষাবাড়ী-১৪০ আসনে গত ০৪ জানুয়ারি জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা রাজনৈতিক দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির সাক্ষরিত কপি না থাকার কারণ দেখিয়ে প্রার্থীতা বাতিল করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সি পি বি) মনোনিত প্রার্থী মোঃ মাহবুব জামান জুয়েলকে।
আজ ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পি বির মো. মাহবুব জামান জুয়েলের প্রার্থীতা পুনর্বহাল করা হয়েছে। এর ফলে নির্বাচনী মাঠে আবারও সক্রিয় অংশগ্রহণের সুযোগ পেলেন তিনি।
প্রার্থীতা ফিরে পাওয়ায় মাহবুব জামান জুয়েল জানান আল্লাহর রহমতে প্রার্থিতা ফিরে পেয়েছি, সরিষাবাটির জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরিষাবাড়ীর আপামর জনসাধারণের জন্য কাজ করতে চাই।
মোঃ মাহবুব জামান জুয়েলের প্রার্থিতা ফিরে পাওয়া তার কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।